পাইকগাছায় শহীদ করুনাময়ী দিবস পালিত

0
194

পাইকগাছা প্রতিনিধি:
পাইকগাছায় দেলুটির হরিণখোলায় শহীদ করুনাময়ী দিবস পালিত হয়েছে। “বাঁচতে হলে লড়াই কর, চিংড়ি চাষ বন্ধ কর”- প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার সকালে শহীদ করুনাময়ী স্মৃতি মঞ্চে ভূমিহীন নেত্রী উর্মিলা সরদারের সভাপতিত্বে উক্ত দিবসে প্রধান অতিথি ছিলেন, বেসরকারী সংগঠন নিজেরা করি খুলনা বিভাগীয় সমন্বয়ক স্বপন কুমার দাস। বিশেষ অতিথি ছিলেন, দেলুটি ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, সাবেক চেয়ারম্যান সমর কান্তি হালদার। ভূমিহীন সংগঠনের নেতা শেখ তৈয়বুর রহমানের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, ভূমিহীন নেতা আশুতোষ মন্ডল, ইউপি সদস্য নিরাপদ দফাদার, মনোয়ারা বেগম, সুবোধ রায়, মোস্তাফা সরদার, আতিয়ার রহমান, কানন মল্লিক, সত্যপ্রসাদ মল্লিক, মীরা বৈরাগী, আবু সাঈদ গাজী, হাফিজুর রহমান নাজিম সহ অনেকে। অনুষ্ঠানের শুরুতেই শহীদ করুনাময়ী স্মৃতিস্তম্ভে পুষ্প্যমাল্য অর্পন করা হয়। পুষ্প্যমাল্য অর্পন শেষে শহীদ করুনাময়ীসহ সকল মৃত আন্দোলনকারীদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরাবতা পালন করা হয়। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও একটি গণনাটক “নয়া শকুন” মঞ্চস্থ করা হয়েছে। উল্লেখ্য, ১৯৯০ সালে চিংড়ি ঘের বিরোধী আন্দোলনে চিংড়ি ঘের মালিক ওয়াজেদ আলী বিশ্বাসসহ সন্ত্রাসীদের গুলিতে করুনাময়ী নিহত হন। এর প্রেক্ষিতে ২২নং পোল্ডার এখন লোনাপানি মুক্ত। চিংড়ি চাষ বন্ধ। চারিদিকে শুধু সবুজের সহারোহ।