পাইকগাছায় রাতের আঁধারে ভুমি জরিপের জন্য সার্ভেয়ারের বিরুদ্ধে অভিযোগ

0
289

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় সরকারি নিয়ম ভঙ্গ করে প্রতিপক্ষকে না জানিয়ে রাতের আঁধারে জমি মাপতে যাওয়ার অভিযোগ উঠেছে সেটেলমেন্ট সার্ভেয়ার শহিদুল ইসলামের বিরুদ্ধে। ঘটনাটি উপজেলার গোপালপুর গ্রামে। জানা যায়, গোপালপুর গ্রামের মৃত মান্দার মোড়লের পুত্র তাছের মোড়ল গংদের সাথে একই এলাকার আফসার মোড়ল গংদের জমির সীমানা নির্ধারণ নিয়ে দীর্ঘদিন মনোমালিন্য সহ অভিযোগ-পাল্টা অভিযোগ করে আসছে। তারই সূত্র ধরে আফসার মোড়লের পুত্র আব্দুল মজিদ মোড়ল ভুমি ল্যান্ড সার্ভে জমি জরিপের জন্য আবেদন করে। আবেদনটি সেটেলমেন্ট খুলনা জোনাল অফিস থেকে পাইকগাছা সহকারী সেটেলমেন্ট অফিস বরাবর পাঠিয়ে দেন। উক্ত আবেদনের প্রেক্ষিতে সার্ভেয়ার শহিদুল ইসলাম উভয়পক্ষকে নোটিশ দিয়ে গত ২২ ডিসেম্বর জমি মাপার জন্য ঘটনাস্থলে যান এবং উভয়পক্ষের উপস্থিতিতে জমির জরিপ কার্য সম্পাদন করেন। কিন্তু গত ২৪ ডিসেম্বর রাত ৮টার দিকে তাছের মোড়ল গংদের না জানিয়ে মজিদ মোড়লের পক্ষে মাপজোপ শুরু করেন। রাতের অন্ধকারে টর্চ লাইট জালিয়ে জমি মাপায় এলাকার জনগণকে হতবাক করেছে। বিষয়টি এলাকার সচেতনমহল ভালভাবে গ্রহণ করেনি। বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী তাছের মোড়ল গং সহ এলাকার সচেতনমহল।