পাইকগাছায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৫ ব্যবসায়ীকে জরিমানা

0
310

পাইকগাছা প্রতিনিধি: নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ও মজুতদারি প্রতিরোধে পাইকগাছার বাঁকা ও কাটিপাড়া বাজারে ভ্রাম্যমান আদালতে ৫ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। বুধবার সকালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আরাফাতুল আলম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্যনিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক উদয় কুমার মন্ডল, পেশকার প্রতুল জোয়াদ্দার ও সঙ্গীয় ফোর্স। এ সময় চাউলের দোকানদারদের মূল্য তালিকা না টানানো এবং চাউলের মূল্য বৃদ্ধির অভিযোগে ৫ চাউল ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া স্থানীয় জনগণকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করা এবং নিজ গৃহে অবস্থানের নির্দেশনা প্রদান করা হয়। দেশে নিত্য প্রয়োজনীয় চাল, আটা, ডাল, তেল, পেঁয়াজ, রসুনসহ সকল প্রকার মালামাল পর্যাপ্ত পরিমান মজুদ আছে। তাই আতংকিত হয়ে অতিরিক্ত দ্রব্য সামগ্রী ক্রয় ও মজুদ না করার জন্য জনসাধারণকে অনুরোধ করেছেন সহকারী কমিশার (ভূমি)। তিনি আরো বলেন, সুযোগ সন্ধানী ব্যবসায়ীদের সাবধান করা হচ্ছে যেন অহেতুক দাম বৃদ্ধি করে জনজীবন অতিষ্ঠ না করেন। অন্যথায় মোবাইল কোর্টের মাধ্যমে আরো কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।