পাইকগাছায় দুদকের সহায়তায় শিক্ষা প্রতিষ্ঠানে বিতর্ক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

0
266

কপিলমুনি প্রতিনিধি: পাইকগাছায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে ‘দূর্নীতিই জাতীয় জীবনে উন্নয়নের অন্তরায়’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা, পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
পাইকগাছা সরকারি কলেজে বুধবার সকালে বিতর্ক ও রচনা প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজের অধ্যক্ষ মিহির বরন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলিয়া সুকায়না। বিশেষ অতিথি ছিলেন, অবসরপ্রাপ্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকার।
প্রভাষক আছাবুর রহমান শিমুলের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন কলেজ শিক্ষক পরিষদের কোষাধ্যক্ষ প্রভাষক মোঃ আব্দুর রাজ্জাক। অন্যদিকে কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা বিদ্যালয়ে সেখানকার পরিচালনা পরিষদের সভাপতি শেখ আছাবুর রহমান পিয়ারুলের সভাপতিত্বে বিতর্ক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক জি এম এম আজহারুল ইসলাম। এ সময় অন্যান্যদের মধ্যে উপছিলেন, প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা, দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোঃ নিজাম উদ্দীন, জামিরুল ইসলাম, শিক্ষক বন্দনা মজুমদার, ফিরোজ আক্তার,গাজী শহিদুল ইসলাম, মাওলসনা জালাল উদ্দীন।
কপিলমুনি কলেজে অধ্যক্ষ হাবিবুল্লাহ বাহারের সভাপতিত্ব অনুরুপ অনুষ্ঠানে দূর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদকসহ সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় আরো উপস্হিত ছিলেন, কলেজ উপাধ্যক্ষ ত্রিদীপ কান্তি মন্ডল, এস এম সফিউল আলম প্রমুখ।
অপরদিকে লস্কর করুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ে সভাপতি আনারুল কাদিরের সভাপতিত্বে অনুরুপ অনুষ্ঠানে অতিথী ছিলেন, বীর মুক্তিযোদ্ধা রনজিৎ কুমার সরকার, প্রধান শিক্ষক ক্ষিতিশ চন্দ্র ঢালী, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, শিক্ষক ভূধর মন্ডল, গোপাল চন্দ্র সরকার, রমেশ চন্দ্র মন্ডল, মোস্তাক আহম্মেদ, আমিনুর রহমান, পুলকেশ মন্ডল, পূরব মন্ডল, মানসী রানী প্রমুখ। এদিকে লস্কর-পাইকগাছা ইসলামিয়া দাখিল মদ্রাসায় সুপার মো হাবিবুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সহ সুপার মাওলানা আজগর হোসেন, শিক্ষক রফিকুল ইসলাম, আব্দুর রহমান, কামাল গাজী, অলোক মন্ডল প্রমুখ।