পাইকগাছায় দীর্ঘ ১০ বছর পর নবমুক্তি সংঘ ফিরে পেল তার ক্রয়কৃত সম্পত্তি

0
130

পাইকগাছা প্রতিনিধি:
দীর্ঘ ১০ বছর পর ক্রয়কৃত সম্পত্তির দখল বুঝে পেল ভিলেজ পাইকগাছা নবমুক্তি সংঘ। ১৯৯২ সালে এ সংঘের জন্ম হয়। জন্ম লগ্ন থেকে নবমুক্তি সংঘের সদস্যরা এলাকার সাধারন মানুষর কল্যানে নিরলস ভাবে কাজ করে আসছে। ছেলে মেয়েদের খেলা ধুলা সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় কাজে তাদের ভুমিকা অপরিসীম। হাটি হাটি পা পা করে এ প্রতিষ্ঠানের সদস্যরা সংঘের নামে ২০১০ সালে ভিলেজ পাইকগাছা গ্রামের মৃতঃ শংকর প্রসাদ মন্ডলের ছেলে জপতোষ প্রসাদ মন্ডলের নিকট থেকে ৫ শতক জমি ক্রয় করে। জমি রেজিস্ট্রি করে দেওয়ার পর জপতোষ সুকৌশলে জমির দখল বুঝে না দিয়ে নিজেই ভোগ করতে থাকে। সংঘের সভাপতি ও সম্পাদক বার বার জমি বুঝিয়ে দেওয়ার জন্য অনুরোধ করলেও সে জমি বুঝিয়ে না দিয়ে বিভিন্ন তালবাহানা করে আসছিল। উপায় না পেয়ে সংঘের সভাপতি অলোকেশ কুমার ঢালী ও সম্পাদক হিরামন কুমার মন্ডল স্থানীয়দের সহযোগীতায় আমিন দিয়ে পরিমাপ করে দীর্ঘ ১০ বছর পর নবমুক্তি সংঘের নির্ধারিত জায়গা বুঝে পেয়েছে। এ ঘটনায় এলাকার সাধারন মানুষের মধ্যে স্বস্তির আভাস দেখা গেছে।