পাইকগাছায় টানা বৃষ্টিপাতে আমন ফসল ও ইটভাটা ব্যাপক ক্ষতির মুখে

0
300

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
পাইকগাছায় ভরা মৌসুমে বৃষ্টিপাতে ইটভাটা সহ আমনের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। একদিকে শীত অন্যদিকে অবিরাম বৃষ্টিতে শীতে সাধারন ও নিন্ম আয়ের মানুষ পড়েছে বিপাকে। ভীষন কষ্টে রয়েছে শিশু ও বৃদ্ধ বয়সের মানুষ। চলতি মৌসুমে উপজেলার সর্বত্র চলছে আমন ফসল কাটার ধুম তেমনি ইটভাটাতেও চলছে ইট পোড়ানোর ব্যাপক কর্মযোগ্য। কৃষকরা দলে দলে সর্বত্র ধান কাটা শুরু করলেও অধিকাংশই স্থানে ধান কাটতে রয়েছে বাকি। জানা গেছে আর যারা কেটেছে তাদের ধান এখনো মাঠে রয়েছে। অল্প সময়ে কৃষকরা ঘরে তুলতে পারেনি শ্রমের ফসল। পৌষে হঠাৎ এ বৃষ্টি পাতে কৃষকের স্বপ্ন নষ্ট করে দিয়েছে। গড়ইখালী ইউপির কানাখালী গ্রামের কৃষক বিজয় রায় জানান, গোটা এলাকায় কাটা ধান সব জলমগ্ন রয়েছে। একদিকে পোকার আক্রমন ও বৃষ্টি পাতে আমন ফসলের ক্ষতিতে কৃষকরা দুশ্চিন্তায় পড়েছে। অন্যদিকে একটানা বৃষ্টি পাতে ইটভাটা গুলো ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। শুকনো মৌসুমে একের পর এক প্রাকৃতিক দুর্যোগে ভাটা মালিকরা লোকসানে পড়ার আশংকায় রয়েছে। এ বিষয়ে বিশিষ্ট ভাটা মালিক উপজেলা আ’লীগের সহ- সভাপতি সমীরন কুমার সাধু জানান, মৌসুম শুরুতেই ঘুর্নিঝড় বুলবুলের প্রভাবে ঝড়বৃষ্টি ও ইতোমধ্যে পরপর দু’বার বৃষ্টিতে ভাটা মলিকরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। এভাবে চলতে থাকলে নিশ্চিত ভাবে ভাটা মালিকরা ব্যাপক লোকসানের মুখে পড়বে। অন্যদিকে শীতও বৃষ্টি পাতে সাধারন ও নিন্মআয়ের মানুষ চরম দর্ভোগে পড়েছে। তেমনি শিশু ও বৃদ্ধরা রয়েছে ভীষন কষ্টে। এ অবস্থায় এলাকাবাসী স্থানীয় প্রশাসন ও ক্ষমতাসীনদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রেরিত কম্বল বা শীত বস্ত্র বিতরন অব্যাহত রাখার দাবী জানিয়েছেন।