পাইকগাছায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

0
166

পাইকগাছা প্রতিনিধি:
পাইকগাছায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে আলোচনা সভা ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা ডরপ্ ও নবলোকের সহযোগিতায় এবং উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের উপ-সহকারি প্রকৌশলী আমিনুল ইসলামের সভাপতিত্বে “উন্নত স্যানিটেশন নিশ্চিত করি, করোনা ভাইরাস মুক্ত জীবন গড়ি” প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) লিপিকা ঢালী, উপজেলা ভাইস চেয়ারম্যান শিহাবুদ্দিন ফিরোজ বুলু, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বিষ্ণুপদ বিশ্বাস, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাশ, সমাজসেবা অফিসার সরদার আলী আহসান, একাডেমীক সুপার ভাইজার মীর নূরে আলম সিদ্দিকী, পল্লী উন্নয়ন কর্মকর্তা রুহুল আমিন, বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, পরিসংখ্যান কর্মকর্তা মোজাফফার হোসেন, আনসার ও ভিডিপি কর্মকর্তা আশালতা খাতুন, জয়া রাণী রায়। বক্তব্য রাখেন শিবসা সাহিত্য অঙ্গনের সভাপতি সুরাইয়া বানু ডলি, প্রাক্তন অধ্যাপক জিএমএম আজহারুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি এফএমএ রাজ্জাক ও র্ডপ এর উপজেলা কো-অর্ডিনেটর আবু সায়েম হোসেন ও জনস্বাস্থ্য দপ্তরের অরুন ঢালী।