পাটকল রক্ষায় আটককৃত নেতৃবৃন্দের মুক্তিতে আনন্দ মিছিল ও সমাবেশ

0
157

খবর বিজ্ঞপ্তি:
বাম গণতান্ত্রিক জোট আহুত গত ১৯ অক্টোবর বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সারাদেশে রাজপথ অবরোধ কর্মসূচির প্রতি একাত্মতা জানিয়ে পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ, খুলনা’র উদ্যোগে ফুলতলা আটরা ইষ্টার্ণ জুট মিল গেটের সামনে খুলনা-যশোর রোডে রাজপথ অবরোধ ও সমাবেশ কালে আটককৃত বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় সদস্য এস এ রশীদ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) খুলনা জেলা সমন্বয়ক জনার্দন দত্ত নান্টু, সিপিবি নেতা মিজানুর রহমান বাবু, গণসংহতি আন্দোলন ফুলতলা উপজেলা আহবায়ক শ্রমিকনেতা অলিয়ার রহমান, যুব ইউনিয়ন নেতা শেখ রবিউল ইসলাম রবি, ইষ্টার্ণ গেট বাজার বণিক সমিতির সভাপতি রবিউল ইসলাম সরু, বাংলাদেশ ছাত্র ফেডারেশন খুলনা মহানগর আহবায়ক আল আমিন শেখ, সাবেক ওয়ার্ড কমিশনার ও শ্রমিকনেতা শামসেদ আলম শমসের, শেখ আবুল হোসেন, মোঃ ফারুক হোসেন, মোঃ শহিদুল ইসলাম, জাহাঙ্গীর সরদার আজ ২৯ অক্টোবর মুক্তি পাওয়ায় তাঁদের ফুলের মালা দিয়ে অভিনন্দন জানানো হয় এবং মিছিল সহকারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কমরেড রতন সেন স্মৃতিসৌধে পৌঁছে মুক্তিপ্রাপ্তরা পুষ্পার্ঘ্য অর্পণ করেন। পরবর্তীতে সিপিবি কার্যালয়ের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের আহ্বায়ক এড, কুদরত-ই-খুদার সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক এড. বাবুল হাওলাদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেনÑসিনিয়র যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এড. আ ফ ম মহসিন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি ডাঃ মনোজ দাশ, সাধারণ সম্পাদক এড. এম এম রুহুল আমিন, মহানগর সভাপতি এইচ এম শাহাদাৎ, গণসংহতি আন্দোলন, জাতীয় পরিষদ সদস্য ও খুলনা জেলা সমন্বয়ক মুনীর চৌধুরী সোহেল, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) খুলনা জেলা নেতা আব্দুল করিম, ইউনাইটেড কমিউনিস্ট লীগ খুলনা জেলা সম্পাদকম-লীর সদস্য মোস্তফা খালিদ খসরু, বাংলাদেশের ওয়ার্কার্স পর্টি (মার্কসবাদী) কেন্দ্রীয় সদস্য বিকল্প সদস্য গাজী নওশের আলী, বাংলাদেশ ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় সভাপতি গোলাম মোস্তফা, সিপিবি নারী সেল, খুলনা জেলা সমন্বয়ক সুতপা বেদজ্ঞ, শিক্ষকনেতা বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল, সাবেক ছাত্র ইউনিয়ন নেতা কে এম হুমায়ুন কবির, গণসংহতি আন্দোলন, খালিশপুর থানা সদস্য সচিব আলমগীর হোসেন লিটু, শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা ঐক্য পরিষদ, খুলনা জেলা সমন্বয়ক মোঃ রুহুল আমিন, বাংলাদেশ যুব ইউনিয়ন খুলনা জেলা সভাপতি এড. নিত্যানন্দ ঢালী, নাগরিক নেতা এড. জাহাঙ্গীর আলম সিদ্দিকী, ফুলতলা উপজেলা সিপিবি নেতা গাজী আফজাল হোসেন, বাংলাদেশ যুব ইউনিয়ন খুলনা মহানগর আহবায়ক আফজাল হোসেন রাজু, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম খুলনার আহ্বায়ক কোহিনুর আক্তার কণা, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন খুলনা জেলা সভাপতি উত্তম রায়, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট খুলনা জেলা সভাপতি সনজিত কুমার মন্ডল, ছাত্র ফেডারেশন খুলনা মহানগর সম্পাদক অনিক ইসলাম, ছাত্র নেতা সাগর চ্যাটার্জী, যশোর জেলা অর্থ সম্পাদক জান্নাতুল ফোয়ারা অন্তরা, ছাত্রনেতা জান্নাতুল ফাতেমা অনন্যা, শ্রমিক নেতা মোঃ মেহেদী হাসান বেল্লাল, মোশাররফ হোসেন, শামস্ শারফিন শ্যামন, আলমগীর কবীর, জাহাঙ্গীর সরদার, নূরুল ইসলাম প্রমুখ। এছাড়া কারামুক্ত নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন এস এ রশীদ, জনার্দন দত্ত নাণ্টু, মিজানুর রহমান বাবু। সমাবেশে বক্তারা বলেন, আমাদের আন্দোলন জারি থাকবে, যতদিন না পর্যন্ত রাষ্ট্রায়ত্ব পাটকল রাষ্ট্রের অধীনে চালু না হবে শ্রমিকরা ততদিন পর্যন্ত রাজপথে থাকবে। সাথে সাথে নেতৃবৃন্দ মানবমুক্তির লড়াইয়ে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।