পাইকগাছায় ক্যারাম খেলা নিয়ে বাক বিতন্ডায় কলেজ ছাত্র গুরুতর জখম

0
121
পাইকগাছায় ক্যারাম খেলা নিয়ে বাক বিতন্ডায় কলেজ ছাত্র গুরুতর জখম

নিজস্ব প্রতিবেদক:
খুলনার পাইকগাছার দেলুটিতে ক্যারাম বোর্ড খেলা নিয়ে বাক বিতÐায় রড দিয়ে পিটিয়ে এক কলেজ ছাত্রকে গুরুতর জখমের অভিযোগ উঠেছে। কলেজ ছাত্র শুভদ্বীপ (১৮) দেলুটির কালীনগর গ্রমের মৃতঃ রবীন্দ্র নাথ গাইনের ছেলে। বৃহস্পতিবার (১০ ফেব্রæয়ারী) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার দেলুটি’র কালীনগর উদয়ন সংঘের সামনের উত্তম টি স্টোরে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, চলতি বোরো মৌসুমে ক্ষেতে কাজ করানোর জন্য শুভদ্বীপ বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে শ্রমিকদের জন্য ওই চায়ের দোকানটিতে গিয়ে ক্যারাম বোর্ড খেলা দেখছিল। খেলা দেখার একপর্যায়ে একটি গুটি বোর্ডের বাইরে ছিটকে পড়লে সেটি উঠানো নিয়ে স্থানীয় রুহিদাশ গাইনের ছেলে গৌরপদ গাইনের বাকবিতন্ডা শুরু হলে সে শুভদ্বীপকে অকথ্য ভাষায় গালি গালাজ করতে থাকে ও তর্ক-বিতর্কের এক পর্যায়ে গৌরপদ প্রথমে চড়-থাপ্পড় ও পরে ওই দোকান থেকে লোহার রড বের করে শুভদ্বীপের মাথায় আঘাত করলে সে তাৎক্ষণিক জ্ঞানহারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে।
এর পর স্থানীয়দের সহযোগিতায় ছেলেকে উদ্ধার পূর্বক সন্ধ্যা রানী (মা) গুরুতর জখম অবস্থায় শুভদ্বীপকে উদ্ধার পূর্বক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে সে ওখানেই চিকিৎসাধীন রয়েছে বলে ভুক্তভোগীর পারিবারিক সুত্র জানায়।
সর্বশেষ ভুক্তভোগীর পরিবার প্রশাসনের নিকট ঘটনার তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ঘটনায় পর সচেতন এলাবাসী ক্যারাম বোর্ড বন্ধের দাবি জানিয়ে বলেন, করোনাকালীন সময়ে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সুযোগে শিক্ষর্থীরা ক্যারাম নামক ভবাবহ নেশায় আসক্ত হয়ে পড়েছে। ক্যারামের নামে উপজেলার বিভিন্ন এলাকার অধিকাংশ চায়ের দোকানে আবার বসে অভিনব জুয়ার আসর। অনেক দোকানে আবার খেলার আড়ালে মাদক বিকি কিনিও করছে রমরমাভাবে। আর এগুলোর অর্থের যোগান দিতে আবার অনেকেই লিপ্ত হচ্ছে নানা অপকর্মে। ফলে ধ্বংসের দিকে এগোচ্ছে যুব সমাজ। তাই যুব সমাজকে রক্ষায় ক্যারাম নামক ভয়াবহ এ আসর বন্ধে প্রশাসনের দ্রæত হস্তক্ষেপ কামনা করেছে স্থানীয় সচেতন মহল।
এব্যাপারে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউর রহমান জানান, থানায় এ ধরণের কোন অভিযোগ হয়নি। অভিযোগ পেলে অবশ্যই তদন্ত পূর্বক ব্যবস্থা নিবেন। আর ক্যারামের আড়ালে জুয়ার আসর বন্ধের ব্যাপারে দ্রæত ব্যবস্থা গ্রহণ করবেন বলেও জানান তিনি।