পাইকগাছায় আবারো ভারী যানের ধাক্কায় মিনহাজ স্লুইস গেটের গাইড ওয়াল ভেঙ্গে ঝুঁকিতে

0
179

পাইকগাছা প্রতিনিধি:
পাইকগাছায় নির্দেশনা অমান্য করে আবারো ভারী যান চলাচল করায় মিনহাজ স্লুইস গেটের রাস্তা ও গাইড ওয়াল ভেঙ্গে গেছে। ফলে গেটের অবস্থা এখন চরম ঝুঁকিপূর্ণ হওয়ায় যে কোন সময় বড় ধরণের দুর্ঘটনার আশংকা করছে এলাকাবাসী। সরজমিনে তথ্যানুসন্ধান ও এলাকাবাসী সূত্রে জানা যায়, স্থানীয় একটি নির্মাণাধীন স্কুল ভবনের মালামাল আনা-নেয়ার সময়ে সিমেন্ট বোঝাই ফাইভ রিং সিমেন্ট কোম্পানী’র হেভিওয়েট গাড়ীর ধাক্কায় মিনহাজ স্লুইস গেটের রাস্তা ও গাইড ওয়াল ভেঙ্গে যায়। ওয়াল সম্পূর্ণ ধ্বসের ফলে ঝুঁকি নিয়ে সাধারণ মানুষ চলাচল করছে। পূর্বে একাধিকবার স্লুইস গেটের রাস্তা ও গাইড ওয়াল ভেঙ্গে গেলেও টেঁকসই ভাবে নির্মাণ বা সংস্কার না করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। এলাকাবাসী টেঁকসই ভাবে স্লুইস গেটটি নির্মাণ বা সংস্কার করে চলাচলের উপযোগী করার জন্য এমপি, স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছে। প্রত্যক্ষদর্শীরা আরো জানান, নির্দেশনা অমান্য করে স্কূলের ভবন নির্মানের ঠিকাদারের লোকজন এই সড়কে সিমেন্ট বোঝাই ভারী যান ঢুকিয়ে মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটিয়েছে। খবর পেয়ে তাৎক্ষনিক ভাবে লস্কর ইউপি চেয়ারম্যান কে.এম আরিফুজ্জামান তুহিন ও পানি উন্নয়ন বোর্ডের স্থানীয় শাখা প্রকৌশলী মোঃ ফরিদউদ্দীন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কোম্পানী’র গাড়ী থানা হেফাজতে নেওয়ার কথা বলে পাউবো’র শাখা প্রকৌশলী মোঃ ফরিদউদ্দীন জানান, ভড়েঙ্গার চকে নির্মানাধীন স্কুল ভবনের ঠিকাদার সিমেন্ট বোঝাই এ গাড়িটি এনেছিল। লস্কর ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন জানান, বেশ কিছু দিন পূর্বে নির্দেশনা অমান্য করে স্কুল ভবন নির্মাণের সাব ঠিকাদার আব্দুর রব ও তার সহযোগিরা একাধিকবার বালি বোঝাই ভারী যান এনে রাস্তা সহ মিনহাজ স্লুইস গেটের গাইড ওয়াল ভেঙ্গে ক্ষয়-ক্ষতি করলে ক্ষতিপুরণ দিয়ে গাড়ী ছাড়িয়ে নিয়ে যায়।