পাইকগাছায় আদালতের আদেশ উপেক্ষা করে যাতায়াতের পথ বন্ধ

0
181

নিজস্ব প্রতিবেদক:
খুলনার পাইকগাছায় পারিবারিক বিরোধের জেরে যাতায়াতের পথে কাঠসহ মালামাল রেখে বন্ধ করে দেয়ায় উভয় পক্ষের চারটি পরিবার অবরুদ্ধ হয়ে পড়েছে। এ ঘটনায় দু’পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে বলে জানানো হয়েছে। এর আগে সৃষ্ট ঘটনায় আদালত প্রতিপক্ষের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারী করে বলে জানান জনৈক বিষ্ণুপদ বিশ্বাস। অভিযোগে জানানো হয়, উপজেলার হিতামপুর গ্রামের বিষ্ণুপদ বিশ্বাসদের সাথে তার বাড়ির যাতায়াতের পথ নিয়ে প্রতিবেশী মহিতোষ ও উজ্জ্বল বিশ্বাসদের সাথে গত প্রায় ৭ মাস ধরে বিরোধ চলে আসছে। এনিয়ে কৃষ্ণপদ বিশ্বাস পাইকগাছা সিনিয়র সহকরী জজ আদালতে দেঃ ৭৬/২০২১ মামলা করেন। মামলায় বিজ্ঞ বিচারক প্রতিপক্ষ মহিতোষদের বিরুদ্ধে অন্তর্র্বতীকালীণ নিষেধাজ্ঞা প্রদান করেন। এছাড়া নির্বাহী আদালত থেকে ১৪৪ ধারা ১০৯/২০২০ নং মামলায় ৪ নং আদেশে বাদী বিষ্ণুপদ বিশ্বাস দখল ভিত্তিক স্থিতি অবস্থা বজায় রাখতে নির্দেশ দেয় আদালত। এর মধ্যে বুধবার (৭ এপ্রিল) সকালে বিষ্ণুপদদের যাতায়াতের পথে মাথা ও শীতলা মন্দিরের পাশে জঙ্গল থেকে নিয়ে আসা কাঠ, লোহার গ্রাফিসহ বিভিন্ন জিনিসপত্র রেখে পথটি বন্ধ করে দিয়েছে। এতে বিষ্ণু, কৃষ্ণ ও জগদীশদের ৩টি পরিবারের ১৬ জন লোক অবরুদ্ধ হয়ে পড়েছে বলে অভিযোগ করেন তারা। অন্যদিকে প্রতিপক্ষ মহিতোষ ও উজ্জ্বল বিশ্বাস জানান, উক্ত পথ দিয়ে তারা চলাচল করতো। সে পথ বন্ধ করে দেয়ায় তারা অবরুদ্ধ হয়ে পড়েছেন। তাদের যাতায়াত বন্ধ করে দেয়ায় মন্দিরের লোকজন তাদেরকে উক্ত পথের মাথায় ঐ সমস্ত জিনিসপত্র রাখতে বলেন।
এ ব্যাপারে মন্দির কমিটির সভাপতি অজিত কুমার বিশ্বাস জানান, উক্ত পথের মধ্যে তার নিজস্ব সাড়ে ৩ শতক জমি রয়েছে। উজ্জ্বলদের যাতায়াতের পথ বন্ধ করে দেয়ায় মন্দিরের লোকদের আমি পথ বন্ধ করে দিতে বলেছি। সর্বশেষ যাতায়াতের পথ বন্ধের ঘটনায় দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যেকোন সময় সেখানে অনাকাংখিত ঘটনার আশংকা করা হয়েছে।