পল্লী চেতনার প্রান্তিক দলের প্রতিনিধিদের প্রশিক্ষণ

0
250
????????????????????????????????????

আশাশুনি প্রতিনিধি: পল্লী চেতনা আপেল প্রকল্পের আওতায় দু’দিনের প্রশিক্ষণ শেষ হয়েছে। ২২ মার্চ পল্লী চেতনা নারী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে, জোড়দিয়া, ব্যাংদহা, সাতক্ষীরায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ইউকে এইড এর অর্থায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় পল্লী চেতনা কর্তৃক বাস্তবায়িত আপেল প্রকল্পেরর আওতায় আশাশুনি ও সদর উপজেলার ভূমিহীন বিভিন্ন প্রান্তিক দলের ৩২ জন সুবিধাভোগী সদস্যদের সমন্বয়ে ২১ মার্চ প্রশিক্ষণ শুরু হয়। জেন্ডার সমতা উন্নয়ন এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংস্থার পরিচালক মোঃ আনিছুর রহমান। তিনি সংক্ষিপ্তভাবে প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্যসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন। প্রশিক্ষণে সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন প্রকল্প সমন্বয়কারী মোঃ আকমল হুদা বাবুল, ফাইন্যান্স অফিসার পরিমল কুমার ঢালী, শাহেদুজ্জামান শান্ত, প্রকল্পের কর্মকর্তা ও অন্যান্য কর্মীবৃন্দ। প্রশিক্ষণে প্রাকৃতিক লিঙ্গ, জেন্ডার সমতা উন্নয়ন, জেন্ডার ন্যায্যতা, জেন্ডার শ্রম বিভাজন, পরিবার ও সমাজে নারীর অবস্থা ও অবস্থান, সমাজ ও পুরুষতন্ত্র, নারীর ক্ষমতায়ণ, বাল্য বিবাহ, তালাক, জন্ম নিবন্ধন, মুসলিম ও হিন্দু পারিবারিক আইন, নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে করণীয় সহ বিভিন্ন তথ্য নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।