নড়াইলে হত্যা মামলার ৪ আসামী গ্রেফতার করেছে র‌্যাব-৬

0
195

নিজস্ব প্রতিবেদক:
নড়াইলের জামবীল ডাঙ্গায় একতলা মার্কেট বিক্রয় না করা এবং জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে ২ পক্ষের মধ্যে পূর্ব থেকেই বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত ২৬ সেপ্টেম্বর বিরোধী দলের লোকজন আরিফ খন্দকারকে অতর্কিতভাবে আক্রমন করে এবং বিভিন্ন ধরণের দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথারিভাবে আঘাত করে। পরবর্তীতে তারা আরিফ খন্দকারের মৃত্যু নিশ্চিত করে একটি পুকুরে ফেলে রেখে পালিয়ে যায়। অতঃপর স্থানীয় লোকজন আরিফকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। উক্ত হত্যা মামলার পর থেকেই নড়াইল এবং যশোর জেলার বিভিন্ন স্থানে র‌্যাবের গোয়েন্দা তৎপরতা ও গোয়েন্দা অভিযান অব্যাহত থাকে। এরই ধারাবাহিকতায় গত সোমবার (১২ অক্টোবর) দিনব্যাপী যশোর এবং নড়াইলের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আরিফ খন্দকার হত্যা মামলার ৪ জন আসামীকে গ্রেফতার করে র‌্যাব-৬। এ হত্যাকান্ডের সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারের জন্য র‌্যাবের গোয়েন্দা অভিযান অব্যাহত রয়েছে। ধৃত আসামীরা হলেন আব্দুল ওহাব মোল্যার পুত্র ১। এনামুল মোল্যা(২৮), মোঃ মশিয়ার মোল্যার পুত্র ২। মোঃ বাদল মোল্যা(২২), মৃত মোনা মোল্যার পুত্র ৩। মশিয়ার মোল্যা(৫২), এবং আব্দুল ওহাব মোল্যার পুত্র ৪। ইবাদ মোল্যা(৩৬)। ধৃত আসামীরা নড়াইল জেলার কালিয়া থানার জামবিলডাঙ্গার বাসিন্দা। উক্ত গ্রেফতারকৃত আসামীদেরকে নড়াইল জেলার কালিয়া থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।