ন্যাশনাল সার্ভিস কর্মীদের চাকরি স্থায়ীকরণের দাবি

0
179

টাইমস ডেস্ক: ন্যাশনাল সার্ভিস প্রকল্প স্থায়ী করা, বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় বেতন-ভাতা বাড়ানো, কর্মীদের সুবিধার্থে ন্যাশনাল কমিশন/অধিদপ্তর গঠন করাসহ ছয় দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস একতা কল্যাণ পরিষদ। গতকাল সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন তারা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আতিক হাসান রাজা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পলাশসহ অন্যান্য নেতারা। বক্তারা বলেন, বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস প্রকল্প বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের ভিশন-২১ ও ৪১ বাস্তবায়ন বা দেশের শিক্ষিত বেকার সমস্যা দূর করার একটি পাইলট প্রকল্প। প্রকল্পটি ২০০৯ সালে শুরু হলেও দুই বছর পর তা বন্ধ হয়ে যায়। ফলে পরিবারের সদস্যদের নিয়ে কষ্টে দিনাতিপাত করছে প্রকল্পটির প্রায় দুই লাখ ৩৭ হাজার কর্মী। তারা বলেন, এ প্রকল্পের কর্মীরা শিক্ষিত এবং প্রশিক্ষিত হয়েও অভিজ্ঞ বেকার। এ ধরনের বেকার একটি পরিবারের জন্য যেমন বোঝা, তেমনি সমাজের জন্যও। আর এতে করে কমে যাচ্ছে জাতীয় উন্নয়নও। তাই এ যুবসমাজের কর্মসংস্থান করতে এ প্রকল্পের কর্মীদের স্থায়ীকরণের বিকল্প নেই। সংবাদ সম্মেলন থেকে ন্যাশনাল সার্ভিস কর্মীদের শূন্যপদে নিয়োগ দেওয়া, প্রথম থেকে অষ্টম পর্ব পর্যন্ত মেয়াদ শেষ হওয়া সবাইকে চাকরিতে পুর্নবহাল করার দাবি জানানো হয়।