নিয়োগ দেয়া হবে ২ হাজার চিকিৎসক ও ৬ হাজার নার্স

0
403

খুলনা টাইমস ডেস্ক :

জরুরি ভিত্তিতে রাষ্ট্রপতির নির্দেশে নন ক্যাডার ২ হাজার চিকিৎসক ও ৬ হাজার নার্স নিয়োগ দেয়া হবে। নিয়োগ প্রাপ্তদের জন্য পরবর্তীতে পদ সৃজন করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে বৈঠক শেষে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নবগঠিত মিডিয়া সেলের আহ্বায়ক মোঃ. হাবিবুর রহমান খান এসব তথ্য জানান। তিনি জানান, মেধাক্রম অনুসারে চিকিৎসকরা নিয়োগ পাবেন। পর্যাপ্ত নিরাপত্তা নিয়ে রোগীদের যতোটা সম্ভব কাছে গিয়ে চিকিৎসা দেয়ার আহ্বান জানান। কোভিড-১৯ এর জন্য বিশেষায়িত হাসপাতালগুলোর কোনটিতেই কেন্দ্রীয় অক্সিজেন ব্যবস্থা চালু করা সম্ভব হবে না।

এসময়, হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক এবং নার্সদের থাকার ব্যবস্থা করা আছে জানালেও হোটেলের নাম এবং সংখ্যা জানানো হয়নি মন্ত্রণালয়ের পক্ষ থেকে। বর্তমান পরিস্থিতিতে চিকিৎসা সরঞ্জামের কোন ঘাটতি নেই বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।