নির্বাচন ঘিরে সরব এফডিসি মৌসুমী-তায়েব ও মিশা-জায়েদ, দুই প্যানেলের লড়াই

0
434

খুলনাটাইমস বিনোদন: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচনে লড়ছে দুটি প্যানেল। একটিতে মৌসুমী-ডি এ তায়েব ও অন্যটিতে মিশা সওদাগর-জায়েদ খান প্যানেল। মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণ করেন প্রার্থীরা। দুই প্যানেলের পক্ষ থেকে ২১ জন করে প্রার্থীর জন্য মোট ৬০টি মনোনয়নপত্র গ্রহণ করা হয়। এবারের নির্বাচনে স্বতন্ত্রভাবে কেউ মনোনয়নপত্র কেনেননি বলে জানা গেছে। গত মঙ্গলবার দুপুরে মিশা-জায়েদ প্যানেলের পক্ষে জায়েদ খান, ইমন, সুব্রত, জেসমিনসহ অনেকে এফডিসিতে শিল্পী সমিতির কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার ইলিয়াস কাঞ্চনের হাত থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় নৃত্যপরিচালক মাসুম বাবুল তাঁদের সঙ্গে ছিলেন। পরে মনোনয়নপত্র সংগ্রহ করতে সমিতির কার্যালয়ে যান মৌসুমী ও ডি এ তায়েব। তাঁরা ইলিয়াস কাঞ্চনের হাত থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
মনোনয়নপত্র সংগ্রহের পর চিত্রনায়িকা মৌসুমী বলেন, ‘আমরা ২১ জন প্রার্থীর জন্য ৩০টি ফরম সংগ্রহ করেছি। কিছু ফরম ভুলবশত বাদ যেতে পারে বলেই বাড়তি ৯টি ফরম নেওয়া হয়েছে। আগামি দুদিন আমরা নিজেদের প্যানেল গোছাব। এরপর জানানো হবে প্যানেলে অন্য প্রার্থী কারা থাকছেন। কারণ অনেকেই আশ্বাস দিয়েছিলেন, আমাদের সঙ্গে নির্বাচন করবেন। কিন্তু তাঁরা সরে দাঁড়িয়েছেন। তাই কারা থাকছেন, আপাতত সেটা বলছি না।’
এ সময় মৌসুমী নির্বাচনে জয়ী হলে কী করবেন, সে প্রতিশ্রুতির কথাও জানান। আরো জানান, সমিতির যে সদস্যদের বাদ দেওয়া হয়েছে, জয়ী হলে তাঁদের নিয়ে পুনরায় ভাববেন তিনি। ভোটে যে-ই জয়ী হোন, সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করারও আহ্বান জানান ঢাকাই ছবির এ জনপ্রিয় নায়িকা। মনোনয়ন সংগ্রহ করার সময় তাঁর স্বামী ওমর সানীও উপস্থিত ছিলেন।
মৌসুমীর প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী ডি এ তায়েব বলেন, ‘আমি সব সময় শিল্পীদের পাশে থেকেছি। প্রধানমন্ত্রীর কাছ থেকে শিল্পীদের সহায়তা আনার ব্যাপারে সব সময় কাজ করছি। আমাদের প্যানেল বিজয়ী হলে কাজের গতি বাড়বে। মৌসুমী আপাকে সঙ্গে নিয়ে শিল্পীদের উন্নয়নে আরো কাজ করব। একই সঙ্গে বিজয়ী হলে শিল্পীদের আবাসন সমস্যার দিকে নজর দেব। তাঁদের জন্য রাজধানীতে ফ্ল্যাটের ব্যবস্থা করব।’
শিল্পী সমিতির বর্তমান মেয়াদের সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন জায়েদ খান। দ্বিতীয় মেয়াদে মনোনয়নপত্র সংগ্রহ করার পর তিনি বলেন, ‘আমাদের বর্তমান কমিটি জয়ী হওয়ার পর কী করেছে, সেটা সব শিল্পীই জানেন। তাঁদের সমর্থন নিয়ে আবারও আমাদের প্যানেল নির্বাচন করছে। এবার জয়ী হলে কাজের গতি আরো বাড়বে। শিল্পীদের পাশে আগে ছিলাম, এবারও থাকতে চাই।’
এদিকে, নির্বাচন ঘিরে এখন মুখর এফডিসি প্রাঙ্গণ। এবার প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। তিন সদস্যের আপিল বোর্ডের চেয়ারম্যান প্রযোজক সমিতির সাধারণ সম্পাদক শামসুল আলম খান। বাকি দুজন সদস্য হলেন পরিচালক সোহানুর রহমান ও রশিদুল আমিন।
গত ২৬ সেপ্টেম্বর তফসিল ঘোষণা দিয়ে শুরু হয় ২০১৯-২১ দ্বিবার্ষিক নির্বাচন। শুক্রবার খসড়া ভোটার তালিকায় ৪৪৯ সদস্যের নাম প্রকাশ করা হয়। আজ ৩ অক্টোবর দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্বাচন কমিশনারের কাছে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ওই দিনই বিকেল ৫টায় প্রার্থীদের খসড়া তালিকা প্রকাশ করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৫ অক্টোবর। ওই দিনই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হবে।