নির্বাচনে কেহ বাঁধা সৃষ্টি করলে ছাড় দেওয়া হবে না -জেলা প্রশাসক হুমায়ুন কবির

0
87

আব্দুর রব লিটু  : আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেবহাটার ৪০টি ভোট কেন্দ্রের ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার হুমায়ুন কবির বলেন, সুষ্ট নির্বাচনে কেহ বাধা সৃষ্টি করলে কোন প্রকার ছাড় দেওয়া হবে না। এছাড়া কোন ব্যক্তি প্রভাব বিস্তার করতে চাইলে সাথে সাথে আইন প্রয়োগ সংস্থাকে অবহিত করতে হবে। সুষ্ঠ নির্বাচনের স্বার্থে কোন প্রকার অন্যায় মেনে নেওয়া হবে না। তাছাড়া ভোটের দিন সকালে ব্যালেট পেপার কেন্দ্রে পৌঁছাবে সুতরাং রাতে কোন টেনশনের কারণ নেই। ভোট শেষ হওয়ার সাথে সাথে কেন্দ্রের কাজ শেষ করে উপজেলায় ফিরে আসতে হবে।
সোমবার দেবহাটা কলেজ ও দেবহাটা সরকারী বিবিএমপি হাই স্কুলে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি বক্তব্য রাখেন, পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিকী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের উপ-সচিব রুহুল আমিন মল্লিক, জেলা নির্বাচন কর্মকর্তা আতিকুর ইসলাম, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার শাহনেওয়াজ তানভীর, দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ মাহমুদ হোসেন, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম।