নিরালা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে “বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি ” শীর্ষক সাক্ষাৎকার অনুষ্ঠিত।

0
984

খবর বিজ্ঞপ্তি:

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) চলমান কর্মসূচী মোতাবেক বুধবার নিরালা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, খুলনায় “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি” শীর্ষক সাক্ষাৎকার অনুষ্ঠিত হয় এবং সাক্ষাৎকারের ভিডিও চিত্র ধারণ করা হয়। মুক্তিযোদ্ধার সাক্ষাৎকার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধের যুদ্ধকালীন লিডার (বিএলএফ) আলহাজ¦ এম,এম, জিয়াউল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শহীদ মুক্তিযোদ্ধার সন্তান শামসুজ্জোহা বাঙ্গালী ও প্রত্যক্ষদর্শীর বীর মুক্তিযোদ্ধা শেখ রমজান আলী। মাউশির নির্দেশ মোতাবেক স্বাক্ষাৎকার গ্রহন করেন বিদ্যালয়ের ৭ম শ্রেণির মোঃ এমাম হোসেন মামুন, ফাতেমা আক্তার, জান্নাতুল আক্তার, সুবর্ণা আক্তার মুন্নি, নাবিলা আক্তার, জাকিয়া সুলতানা রিয়া, হুমায়রা হোসেন সেফা, জুলিয়া আক্তার, তৌহিদুর রহমান মোহিম, ইরিন আজমীরা নিশী, সিমলা রানী দাস, মুন আক্তার কাজল, মাইশা আক্তার, তাসমিম সুলতানা, ওমরফারুক শুভ। অনুষ্ঠানের সার্বিক তত্ববোধানে ছিলেন নিরালা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেয়াজুল করিম। সাক্ষাৎকার গ্রহণে সহায়তা করেন সহকারি প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র সানা ও শিক্ষক মন্ডলী। শিক্ষক মোজাফ্ফার হোসেন সঞ্চলনায় সংগীত পরিবেশন করেন ৭ম শ্রেণির ছাত্র ছাত্রীবৃন্দ। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা দপ্তরের পরিপত্র অনুযায়ী বাংলাদেশের প্রতিটি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র/ছাত্রিরা সাক্ষাৎ গ্রহণ করবে। ২০২০ সালের ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী এবং ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে এই ডকুমেন্টারী প্রদর্শিত  হবে।