নিম্নআয়ের ব্যক্তিদের মাঝে সিটি মেয়রের ত্রাণ সামগ্রী বিতরণ

0
434

তথ্যবিবরণী :

করোনাভাইরাস প্রতিরোধে আজ (বৃহস্পতিবার) সকালে খুলনার খালিশপুর ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর চত্বরে আকাঙ্খা গ্রুপের উদ্যোগে কর্মহীন নিম্ন আয়ের শ্রমজীবী ও দরিদ্র ব্যক্তিদের মাঝে চাল, ডাল, আলু, সাবান, তেল, পেঁয়াজ, লবণসহ নিত্যপ্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

এসময় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, আকাঙ্খা গ্রুপের চেয়ারম্যান শেখ মজনু, খালিশপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম বাশার, ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ ডালিম হাওলাদার, মুক্তিযোদ্ধা নূর ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সিটি মেয়র দুইশত নিম্নআয়ের ব্যক্তিদের মাঝে নিত্যপ্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

পরে সিটি মেয়র পর্যায়ক্রমে নগরীর ৭, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডসহ মোট এক হাজার ছয়শত কর্মহীন নিম্নআয়ের শ্রমজীবী ও দরিদ্র ব্যক্তিদের মাঝে নিত্যপ্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করেন।