নিজ আসনে জয়ী হলেন বরিস জনসন

0
281
Britain's Prime Minister and Conservative leader Boris Johnson (R) and his partner Carrie Symonds (L) arrive at the count centre in Uxbridge, west London, on December 13, 2019 as votes were counted as part of the UK general election. - Prime Minister Boris Johnson's ruling party appeared on course for a sweeping victory in Thursday's snap election, an exit poll showed, paving the way for Britain to leave the EU next month after years of political deadlock. (Photo by Oli SCARFF / AFP)

খুলনাটাইমস বিদেশ : যুক্তরাজ্যের গ্রেটার লন্ডনে উক্সব্রিজে নিজ আসনে বিজয়ী হয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এ আসনে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন ইরানি বংশোদ্ভূত ২৫ বছর বয়সী আলী মিলানি। বার্তা সংস্থার খবরে এমন তথ্য জানা গেছে। বুথ ফেরত জরিপের ফলে দেখা গেছে, জনসনের কনজারভেটিভ দল ৩৬৮ আসন পেতে চলেছে। ২০১৭ সালের চেয়ে যা ৫০ আসন বেশি। অন্যদিকে প্রধান প্রতিদ্বন্দ্বী বিরোধীদল জেরেমি করবিনের লেবার পার্টি মাত্র ১৯১ আসন পেতে পারে। লিবারেল ডেমোক্র্যাটস পেতে পারে ১৩ আসন, স্কটিশ ন্যাশনালিস্ট পার্টি (এসএনপি) ৫৫ আসন এবং ব্রেক্সিট পার্টি একটি আসনও পাচ্ছে না। যুক্তরাজ্যে গত বৃহস্পতিবার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরই বুথ ফেরত জরিপে এ আভাস পাওয়া গেছে। জরিপ পরিচালনা করেছে ইপসোস মোরি। ১৪৪ টি ভোটকেন্দ্রের ২২ হাজার ৭৯০ জন ভোটারের সাক্ষাতকারের ভিত্তিতে এ পূর্বাভাস দেয়া হয়েছে। জরিপের ফল সত্য হলে তা হবে ১৯৮৭ সালের পর সবচেয়ে বড় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কনজারভেটিভ দলের বিজয়। আর লেবার পার্টির জন্য ১৯৩৫ সালের পর সবচেয়ে খারাপ ফল। ২০১৭ সালের তুলনায় এবার তাদের আসন ৭১টি কমবে। যুক্তরাজ্যে বুথ ফেরত জরিপের ফল ভুল হয় না বললেই চলে। গত ৫টি সাধারণ নির্বাচনের মধ্যে কেবল ২০১৫ সালেই একবার বুথ ফেরত জরিপের ফল ভুল হয়েছিল। সেবার বুথ ফেরত জরিপে বলা হয়েছিল ঝুলন্ত পার্লামেন্ট হতে চলেছে, অথচ প্রকৃত ফলে কনজারভেটিভ দলকে সংখ্যাগরিষ্ঠতা পেতে দেখা গিয়েছিল। এবার বুথ ফেরত জরিপের ফল সত্য হলে পার্লামেন্টে ব্রেক্সিট চুক্তি পাস করিয়ে নিতে সক্ষম হবেন বরিস জনসন। পার্লামেন্টে ব্রেক্সিট নিয়ে সৃষ্ট যে অচলাবস্থার মধ্যে জনসনের প্রধানমন্ত্রীত্ব শুরু হয়েছিল তার অবসান ঘটবে।