নারীর প্রতি সহিংসতা বন্ধ করতে হবে

0
210

খবর বিজ্ঞপ্তি:
দেশে অব্যাহত নারী ধর্ষণ, নির্যাতন ও নারীর সম্ভ্রমহানির প্রতিবাদে বাংলাদেশ গণশিল্পী সংস্থা, খুলনা জেলা কমিটির এক সভা বুধবার (৭ অক্টোবর) বিকেল ৫টায় কবি দুখু বাঙালের সভাপতিত্বে উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, দেশে অব্যাহতভাবে নারী ধর্ষণ, গুম-খুন, অপরহরণসহ নানাবিধ পন্থায় নারী নির্যাতন উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। জনজীবন হুমকির সম্মুখীন। বক্তারা অপরাধীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান এবং এ ধরনের অপরাধ প্রবণতা রোধের জন্য সরকার ও সংশ্লিষ্ট প্রশাসনের আকর্ষণ করে বলেন, নারীদের প্রতি এ সহিংসতা অবিলম্বে বন্ধ করতে হবে বলে প্রশাসনের প্রতি আহ্বান জানান। বক্তারা সংস্কৃতি আন্দোলনের প্রতিও এ বিষয়ে গুরুত্ব আরোপ করেন। সভায় বক্তব্য রাখেনÑগণশিল্পী সংস্থান অন্যতম কেন্দ্রীয় সহ-সভাপতি এড. মিনা মিজানুর রহমান, খুলনা বিভাগীয় সমন্বয়ক প্রভাষক গৌতম কুমার কু-ু, সাধারণ সম্পাদক প্রভাষক আশিষ কুমার ম-ল, অধ্যাপক শঙ্কর কুমার মল্লিক, অধ্যাপিকা অজান্তা হালদার, এম এম শেরআলী শেরবাগ, রহিমা পারভীন হেমা, কবি মোঃ ইমদাদ আলী, কবি এল কে টফি, জেসমিন জামান, ডি কে হালদার, নূরুন নাহার হিরা, বনানী ঘোষ, দীপক দত্ত, প্রভাষক উত্তম কুমার বিশ্বাস, অজয় দে, আরাফতি ইসলাম, সৈয়দ আবুল কালাম আজাদ, ছায়া দেবনাথ, নাজমুল সাদাত, আসমা আক্তার, অরূপ কুমার নাগ, সঞ্জয় কুমার মল্লিক, মৃত্যুঞ্জয় কুমার সরদার, মোঃ সাগর প্রমুখ। সভায় আবৃত্তি ও প্রতিবাদী গণসঙ্গীত পরিবেশন করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে নারীর সহিংসতার প্রতিবাদে আগামী ১২ অক্টোবর সোমবার বিকেল ৪টায় খুলনা ফেরীঘাট থেকে এক প্রতিবাদী মিছিলের কর্মসূচি গ্রহণ করা হয়।