নারীর অগ্রযাত্রাকে সুসংহত করতে হলে বাধাগুলো দূর করতে হবে : শিক্ষামন্ত্রী

0
238

খুলনাটাইমস ডেস্ক : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, নারীর অগ্রযাত্রাকে সুসংহত করতে হলে যেসব বাধা রয়েছে তা দূর করতে হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী তথা মুজিববর্ষ উপলক্ষে চাঁদপুওে প্রথমবারের মতো শুরু হওয়া আট দিনব্যাপী ‘উদ্যমী নারী এসএমই মেলা’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। শুক্রবার সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এবং অপ্সরা ইন্টারন্যাশনালের যৌথ উদ্যোগে মেলার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষামন্ত্রী বলেন, ‘সরকার ব্যাংকগুলোর কাছে নারী উদ্যোক্তাদেকে ঋণ প্রদানের জন্য সুনির্দিষ্ট নীতিমালার মাধ্যমে টাকা দেয়ার ব্যাবস্থা করেছেন। কেউ তাদের খাতির করে এটা দিচ্ছে তা কিন্তু নয়। এই টাকা নেওয়ার সুযোগ কিন্তু অনেক ক্ষেত্রেই অনেক নারী উদ্যোক্তা পান না। আমরা আজও এখানে এ বিষয়টি শুনেছি। নারীর অগ্রযাত্রাকে সুসংহত করতে হলে এই বাধাগুলো দূর করতে হবে।’ মন্ত্রী আরও বলেন, ‘আমাদের এই চাঁদপুরেই এই ব্যাংকিং সুবিধা পাওয়া থেকে নারীরা বঞ্চিত হয়। আমি ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছি শিগগিরই চাঁদপুরের সব ব্যাংক ব্যবস্থাপকদের সঙ্গে নারী উদ্যোক্তাদের নিয়ে তিনি সভা করবেন। যেসব বাধা আছে সেসব বাধা যেন দূর হয়। নারী উদ্যোক্তারা যেন ব্যাংকের কাছে সহযোগিতা পান। এটি তাদের অধিকার।’ চাঁদপুর চেম্বার অব কমার্সের সভাপতি জাহাঙ্গীর আখন সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন পিকেএসএফ এর চেয়ারম্যান অর্থনীতিবিদ ড. কাজী খলিকুজ্জামান আহমেদ। অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব মো. নুরুল আমিন, চাঁদপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ জামান, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, চট্টগ্রাম উইমেন্স চেম্বার অব কমার্সের সভাপতি মনোয়ারা হাকিম আলী, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল প্রমুখ বক্তব্য দেন। চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী অনুষ্ঠানটি পরিচালনা করেন। মেলার আয়োজকরা জানান, এটি চলবে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। এতে ২৫টি স্টল স্থান পেয়েছে। মেলায় চাঁদপুরসহ দেশের বিভিন্ন জেলার নারী উদ্যোক্তাদের তৈরি পোশাক, জামদানি শাড়ি, নকশী কাঁথা, প্রসাধন, হস্তশিল্প সামগ্রী, মৎস্য ও কৃষি শিল্পসহ বিভিন্ন প্রকার পণ্য সামগ্রীর সহামার থাকবে। নারীরাই এসব পণ্য প্রদর্শন ও বিক্রয় করবেন। এছাড়াও আট দিনব্যাপী মেলায় একদিন থাকবে সেমিনার। এতে দেশবরেণ্য ব্যক্তিরা উপস্থিত থাকবেন। প্রতিদিনই থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে ।