নাগরিক পরিষদ ও বাম জোট নেতৃবৃন্দের বিবৃতি অবিলম্বে আটককৃত রুহুল আমিনকে নিঃশর্ত মুক্তি দিতে হবে

0
160

খবর বিজ্ঞপ্তি:
রাষ্ট্রায়ত্ত পাটকল আন্দোলনের খুলনার নেতা ও শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা ঐক্য পরিষদ খুলনার সংগঠক মোঃ রুহুল আমীনকে ডিবি পুলিশ কর্তৃক গ্রেফতার ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করার তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করে বিবৃতি প্রদান করেছেন পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ খুলনার নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা বলেন, রুহুল আমীনকে গ্রেফতার করে পাটকল রক্ষার আন্দোলন স্তব্ধ করা যাবে না। দুঃশাসক সরকার আটক-গ্রেফতার-দমন-নিপীড়ন-নির্যাতন করে বিরুদ্ধ শক্তির প্রতিবাদের ভাষা রুদ্ধ করতে চাইছে। সরকার নাগরিকদের মৌলিক মানবিক অধিকার হরণ করছে। নেতৃবৃন্দ অবিলম্বে রুহুল আমীনকে নিঃশর্ত মুক্তি ও পাটকল চালুসহ শ্রমিকদের যৌক্তিক দাবী মেনে নেওয়ার জোর দবী জানান। বিবৃতিদাতারা হলেনÑপরিষদের আহবায়ক এ্যাড. কুদরত-ই-খুদা, সিনিয়র যুগ্ম আহবায়ক মুক্তিযোদ্ধা এ্যাড. আফম মহসীন, যুগ্ম আহŸায়ক মোঃ মোজাম্মেল হক খান, মুনীর চৌধুরী সোহেল, এ্যাড. মোঃ বাবুল হাওলাদার, জনার্দন দত্ত নান্টু, আনিসুর রহমান মিঠু ও সদস্য সচিব এস এ রশীদ।
অপরদিকে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বিবৃতি প্রদান করেছেন বাম গণতান্ত্রিক জোট খুলনা জেলা নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেনÑবাম জোট ও গণসংহতি আন্দোলন খুলনা জেলা সমন্বয়ক মুনীর চৌধুরী সোহেল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি ডাঃ মনোজ দাশ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) খুলনা জেলা সাধারণ সম্পাদক গাজী নওশের আলী, ইউনাইটেড কমিউনিস্ট লীগ খুলনা জেলা সম্পাদক ডাঃ সমরেশ রায়, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল,বাসদ-খুলনা জেলা সমন্বয়ক জনার্দন দত্ত নান্টু।