নতুন ভিলেন অপু

0
381

খুলনাটাইমস বিনোদন: বড় আয়োজনের বিনোদন মাধ্যম সিনেমা। এখানে পরিকল্পনা থেকে শুরু করে মুক্তি দেয়া পর্যন্ত সবকিছুতেই থাকে বিস্তৃত ভাবনার ছাপ। একটি সিনেমার সাফল্যে ভালো পরিকল্পনা ও টিম যেমন প্রয়োজন তেমনি দরকার সিনেমার চরিত্রদের সঠিক বিন্যাস। মানুষের জীবনের নানা গল্পই উঠে আসে চলচ্চিত্রে। তাই এখানে ভালো মানুষের প্রতিনিধি হিসেবে একজন নায়ক বা নায়িকা যেমন প্রয়োজন তেমনি মন্দ মানুষের প্রতিনিধিত্ব করতে দরকার হয় ভিলেনের। ঢাকাই সিনেমাতে ভিলেন বা খল চরিত্রে দেখা বিভিন্ন প্রজন্মে অনেক শক্তিশালী অভিনেতাদের আগমন ঘটেছে। এটিএম শামসুজ্জামান, খলিল, হুমায়ূন ফরিদী, রাজিব, আহমেদ শরীফ, নাসির খান, সাদেক বাচ্চু, মিজু আহমেদ, মিশা সওদাগর নামগুলো সেই তালিকাকে সমৃদ্ধ করেছে। সেইসব অভিনেতাদের অনেকেই আজ পৃথিবীর ওপারে। অনেকে বয়সের কাছে পরাস্ত হয়ে দূরে সরে আছেন। কেউ কেউ কাজ করে যাচ্ছেন আজও ঢাকাই সিনেমার ভিলেনদের জনপ্রিয়তাকে কাঁধে নিয়ে। তাদের ভিড়ে এবার নতুন করে ভিলেন চরিত্রে নাম লেখালেন মঞ্চের ও টিভির পরিচিত মুখ অপু আহমেদ।রায়হান রাফির ‘পরাণ’ ও অনিরুদ্ধ রাসেলের ‘এনকাউন্টার’ ছবিতে ভিলেন হিসেবে দেখা যাবে তাকে। ছবিগুলো মুক্তির অপেক্ষায় আছে। এ প্রসঙ্গে অপু আহমেদ বলেন, ‘খল চরিত্রে অভিনয় করাটা অনেক কষ্টের। আমি পরিশ্রমের মাধ্যমেই খল চরিত্রে অভিনয় করে যেতে চাই।’ এছাড়াও ‘বাওয়ালি’ ও ‘জামদানি’ নামে নতুন দুটি ছবিতেও অভিনয় করছেন অপু। শিগগিরই ছবিগুলোর শুটিং শুরু হবে বলে জানিয়েছেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীনই অভিনয়ের সঙ্গে নিজেকে যুক্ত করেন অপু আহমেদ। একযুগ আগে তাই নবনাট নামের নাট্যদলের সদস্য হয়ে অভিনয়ে দীক্ষা নেয়া শুরু। একসময় টিভি নাটকেও অভিনয় শুরু করেন তিনি। ‘প্রেমহীন এই শহরে’, ‘অপেক্ষা’, ‘শবনমের দ্বিতীয় গল্প’ এবং ‘বাবা মজিদ’ নামের খ- নাটকে অভিনয় করে প্রশংসিত হন অপু। একাধিক ধারাবাহিক নাটকেও নিয়মিত অভিনয় করছেন। বাংলাভিশনে সকাল আহমেদের পরিচালনায় তার অভিনীত ‘ভদ্রপাড়া’ নামের একটি ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে।