নগরীর স্যানিটেশন ও বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন ঘটাতে হবে : মেয়র

0
515

বিজ্ঞপ্তিঃ খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, সম্মিলিত প্রচেষ্টায় খুলনাকে স্বাস্থ্যসম্মত সুন্দর, পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে হবে। এ জন্য নগরীর স্যানিটেশন ব্যবস্থা জোরদার করাসহ বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন ঘটাতে হবে। মেয়র সোমবার সকাল ১০টায় নগর ভবনের জিআইজেড মিলনায়তনে স্যানিটেশন বিষয়ে নগরীতে কর্মরত এনজিও প্রতিনিধিদের সাথে অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তৃতায় এ কথা বলেন। জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ২০১৮ সফল করার লক্ষ্যে কেসিসি’র কঞ্জারভেন্সী বিভাগ এ সভার আয়োজন করে। সিটি মেয়র নগরীর বর্জ্য অপসারণ কার্যক্রম দিনের পরিবর্তে রাত্রে করা হবে বলে সভায় উল্লেখ করেন।

সিটি মেয়র আরো বলেন, মহানগরী এলাকায় পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে ড্রেনে গৃহস্থালী বর্জ্য এবং আউটলেটের মাধ্যমে মানব বর্জ্য ফেলার অভ্যাস পরিহার করতে হবে। পাশাপাশি ক্লিনিক্যাল বর্জ্য ব্যবস্থাপনার কার্যক্রমও জোরদার করতে হবে। মহানগরীতে স্যানিটেশন কার্যক্রম বাস্তবায়নে নিয়োজিত বেসরকারি সংস্থাগুলির সেবামূলক কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য তিনি কেসিসি’র সাথে সমন্বয় সাধনের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা পলাশ কান্তি বালা, প্রধান প্রকৌশলী মোঃ নাজমুল ইসলাম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এ কে এম আব্দুল্লাহ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মোঃ আব্দুল আজিজ, নির্বাহী প্রকৌশলী জাহিদ হোসেন শেখ, চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার, ভেটেরিনারী অফিসার ডা. মোঃ রেজাউল করিম, স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদার, কঞ্জারভেন্সী অফিসার মোঃ আনিসুর রহমান, বেসরকারি সংস্থা নাগরিক ফোরামের চেয়ারপার্সন নাজমুল আহমেদ স্বপন, রাসটিক-নির্বাহী পরিচালক মোড়ল নূর মোহাম্মদ, জেজেএস-এর নির্বাহী পরিচালক এ টি এম জাকির হোসেন, সমাজ প্রগতি সংস্থার প্রতিনিধি আলমগীর ইসলাম লাবলু, এ্যাওসেড-এর কো-অর্ডিনেটর মহিরুল ইসলাম বাবুল, সিএসএস-এর প্রতিনিধি নান্টু গোপাল দে, ইউপিএইচডিপি-এর প্রতিনিধি মোঃ আব্দুর রহমান, প্রদীপন-এর প্রতিনিধি শেখ বজলুর রহমান, রূপান্তর-এর প্রতিনিধি আব্দুল হালিম, এসএনভি’র প্রতিনিধি ইরফান আলী খান ও এসএএম হুসাইন, সিয়াম-এর প্রতিনিধি এ্যাড. মোঃ মাসুম বিল্লাহ, নগর অংশীদারিত্বের মাধ্যমে দারিদ্র হ্রাসকরণ প্রকল্পের প্রকল্পের টাউন ম্যানেজার মোহাম্মদ মোস্তফা, নবলোক-এর প্রতিনিধি শাওলী সুলতানা ও আব্দুল্লাহ আল মামুন, ব্রিক-এর প্রতিনিধি গাজী জহিরুল হক, নবারুন সংসদ-এর প্রতিনিধি মিহির কুমার দত্ত সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিগণ সভায় উপস্থিত ছিলেন।