নগরীতে শিশুদের ‘হেপাটাইটিস বি ভ্যাক্সিন বুস্টার ডোজ’ প্রদান

0
631

সংবাদ বিজ্ঞপ্তি : খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, মহানগরী এলাকার দরিদ্র জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। বর্তমান সরকার স্বাস্থ্যসেবা সম্প্রসারণের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বন্ধ থাকা কমিউনিটি ক্লিনিকসমূহ চালু করা হয়েছে। ফলে স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌছে যাচ্ছে।
সিটি মেয়র বুধবার বেলা ১১টায় নগরীর ১৯নং ওয়ার্ড কার্যালয়ে শিশুদের ‘হেপাটাইটিস বি ভ্যাক্সিন বুস্টার ডোজ’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। সূর্য্যরে হাসি ক্লিনিক-এর সহযোগিতায় বেসরকারি সংস্থা ব্রাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম খুলনার স্বাস্থ্যসেবা কর্মসূচীর আওতায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
কেসিসি’র কাউন্সিলর মো: আশফাকুর রহমান কাকন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সংরক্ষিত আসনের কাউন্সিলর মাহমুদা বেগম ও ১৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শেখ জাহিদুল ইসলাম। স্বাগত বক্তৃতা করেন ব্রাক ইউডিপি-খুলনার আঞ্চলিক সমন্বয়কারী আবু মোজাফফর মাহমুদ। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে একশ শিশুকে হেপাটাইটিস বি ভ্যাক্সিনের বুস্টার ডোজ দেয়া হয়।