নগরীতে পিস্তলের গুলি ও বিস্ফোরকসহ আটক ১

0
640

নিজস্ব প্রতিবেদক : খুলনায় বিপুল পরিমাণ গুলি ও বিস্ফোরকসহ শামীম হোসেন নামের এক সন্ত্রাসীকে আটক করেছে খালিশপুর থানা পুলিশ। রবিবার দুপুর সাড়ে ১২টায় খালিশপুর থানার উত্তর কাশিপুর এলাকার বাইতিপাড়া রোড (রেললাইনের পাশে) থেকে তাকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে ২২ রাউন্ড পিস্তলের গুলি, ৫টি শটগানের কার্তুজ, ৯টি ককটেল, ১০টি টিনের কৌটা, ৩০টি স্টিলের তৈরী বল, ২০ গ্রাম গন্ধক, ২০ গ্রাম পটাস ও ১২০ গ্রাম পাথরের কুচি উদ্ধার করা হয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (আরসিডি) শেখ মনিরুজ্জামান মিঠু জানান, আটক শামীম হোসেন উত্তর কাশিপুরের লিটন শেখের ছেলে। তার বিরুদ্ধে খালিশপুর থানায় মামলা হয়েছে।