অভয়নগরে নির্বাচন পরবর্তী সহিংসতায় দু’জনকে কুপিয়ে হত্যার চেষ্টা

0
797

বিশেষ প্রতিনিধি : যশোরের অভয়নগর উপজেলা পরিষদ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হয়েছে। নির্বাচনে নৌকা মার্কা প্রতিক নিয়ে শাহ্ ফরিদ জাহাঙ্গির বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। অভয়নগরে ৮টি ইউানয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত এ উপজেলায় গতকাল রবিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও পৌর এলাকার ভোট কেন্দ্রগুলোতে তুলনামূলক ভোটার সংখ্যা কম ছিল। ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে তারা তাদের পছন্দের প্রার্থিকে ভোট দিতে পেরেছে বলে জানা গেছে। বেসরকারি ফলাফলে উপজেলা আ.লীগের যুগ্ম আহবায়ক পীরজাদা শাহ ফরিদ জাহাঙ্গীর প্রায় ৫ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।
এদিকে নির্বাচন পরবর্তী সহিংসতা বিভিন্ন স্থানে ছড়িয়ে পরে। আনুমানিক রাত ৯টার দিকে একদল উচ্ছৃঙ্খল যুবক দৈনিক নওয়াপাড়া অফিসে হামলা চালিয়ে অফিসের সাইনবোর্ড ভাংচুর করে। এবং দৈনিক নওয়াপাড়া’র প্রকাশক ও সম্পাদক আসলাম হোসেনকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলে জানা গেছে। এছাড়াও আনারস প্রতিকের সমার্থক রেজা ফারাজীকে ছুরিকাঘাত করায় তার পেটের ভুরি বেড়িয়ে যায়। তাকে আশংকাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একই ঘটনায় কোটা পায়রার ইউপি সদস্য জাকির হোসেনকে পিটিয়ে আহত করা হয়। এসব ঘটনায় জনসাধারণের মাঝে আতংক ছড়িয়ে পরায় এলাকায় থমথমে আবস্থা বিরাজ করছে।