ধোনির অনন্য রেকর্ড

0
419

স্পোর্টস ডেস্কঃ
ব্রিস্টলে গতকাল শেষ টি-টোয়েন্টিতে রোহিত শর্মার সেঞ্চুরিতে ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে সিরিজ জিতেছে ভারত। ভারতীয় উইকেটরক্ষক মহেন্দ্র সিং ধোনি গড়েছেন অনন্য এক রেকর্ড।

প্রথম খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টির এক ইনিংসে পাঁচটি ক্যাচ নিয়েছেন ধোনি। কাল ইংল্যান্ডের ইনিংসে তিনি সব মিলিয়ে ছয়টি ডিসমিসালে সম্পৃক্ত ছিলেন। পাঁচ ক্যাচের সঙ্গে একটি রান আউটে ভূমিকা রাখেন।

ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ত ফরম্যাটে ধোনি ছাড়া এক ইনিংসে পাঁচটি ডিসমিসাল আছে শুধু আফগানিস্তানের মোহাম্মদ শাহজাদের। ২০১৫ সালে ওমানের বিপক্ষে তিনি তিনটি ক্যাচ ও দুটি স্টাম্পিং করেছিলেন।

ধোনির পাশাপাশি দারুণ এক কীর্তি গড়েছেন রোহিত শর্মাও। মাত্র দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিনটি সেঞ্চুরি করেছেন। প্রথমজন নিউজিল্যান্ডের কলিন মানরো। রোহিতের ৫৬ বলের অপরাজিত ১০০ সব ধরনের টি-টোয়েন্টি মিলিয়ে তার পঞ্চম সেঞ্চুরি, যা এশিয়ান কোনো খেলোয়াড়ের সর্বোচ্চ।