ধৈর্য্য ধরে মহামারি মোকাবেলা করতে হবে-মঞ্জু

0
265

খবর বিজ্ঞপ্তি:
বর্তমান প্রেক্ষাপটে খেটে খাওয়া মানুষের জীবন সংকটে পড়েছে। যত কষ্ট হোক আমাদের ধৈর্য্য ধারণ করে এই মহামারির মোকাবেলা করতে হবে ঐক্যবদ্ধ ভাবে। সকল শ্রেণি-পেশার মানুষের সর্বাত্মক সহযোগিতা ছাড়া কোন দল বা গোষ্ঠির একার পক্ষে উত্তরণ সম্ভব নয়। আমরা সকল হিংসা-বিদ্বেষ ভুলে মানুষের কল্যাণে অসহায়, হতদরিদ্র, গৃহবন্ধি খেটে খাওয়া মানুষের পাশে সাহায্য নিয়ে এগিয়ে আসি। দেশ ব্যাপি চলছে মহাদুর্যোগ, কিন্তু থেমে নেই মানুষের জীবন যাত্রা। তবু মানুষ ছুটে চলেছে করোনার মত অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াইয়ের জন্য। বর্তমান সময় রাস্ট্রীয় ভাবে যেটুকু সাহায্য জনগণের মধ্যে দিচ্ছে তা চাহিদার চেয়ে পরিমাণে খুবই অল্প। এই খাদ্যসামগ্রী নিয়ে বৃহৎ জনগোষ্ঠির ক্ষুধা মেটানো সম্ভব নয়। আসুন আমরা এই মধ্যবিত্ত, নি¤œ মধ্যবিত্তসহ সকল দরিদ্র সমাজের মানুষের মাঝে পবিত্র রমজান মাসে বেশি করে সাহায্য করি। সাহায্যের হাত আরো প্রসস্থ করি। দেশের সেবায়, মানুষের সেবায় এগিয়ে আসি। সকলকে সুস্থ সচেতনার সাথে জীবন-যাপন করার আবহান জানান তিনি।
সোমবার দুপুর ২টায় নগর বিএনপি’র ত্রাণ কর্মসুচির অংশ হিসেবে সদর থানার ২৮নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে পশ্চিম টুটুপাড়া ঠ্যাকের বাজার এলাকার করোনা ভাইরাসের কারণে কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণকালে উপরোক্ত কথাগুলো বলেন সাবেক সংসদ সদস্য ও নগর বিএনপি’র সভাপতি নজরুল ইসলাম মঞ্জু।
এসময় উপস্থিত ছিলেন আরিফুজ্জামান অপু, মেহেদী হাসান দীপু, ইশহাক তালুকদার, কামরুল ইসলাম, মিজানুর রহমান ডিকেন, জিএম রফিকুল হাসান, মাসুদ খান বাদল, জিএম মিজানুর রহমান লিটন, ডা. ফারুক হোসেন, শামীম আশরাফ, শরিফুল ইসলাম, শাহাবুদ্দিন আহমেদ, আমিন হোসেন, মঞ্জুরুল ইসলাম, জাকির হোসেন, ইলিয়াস হোসেন, এস এম ইউসুফ, জুয়েল হোসেন প্রমুখ।