অর্থমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে খুলনায় পাটকল কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভ

0
596

ফকির শহিদুল ইসলাম:

‘বিজেএমসির প্রয়োজন নাই’ অর্থমন্ত্রীর এমন অযৌক্তিক মন্তব্যর প্রতিবাদে শ্রমিকদের পর এবার খোদ কর্মচারী ও কর্মকর্তারা অন্দোলনে নেমেছে। বাংলাদেশ পাটকল কর্পোরেশন বিজেএমসিকে বাঁচাতে তারা রাজপথে নেমেছে। রবিবার খুলনার রাষ্ট্রায়ত্ত্ব ৫ পাটকলের কর্মকর্তারা বিক্ষোভ মিছিলসহ রবিবার সকাল ১০টায় রাজপথে নামে। সকালে প্লাটিনাম জুটমিলের সামনে বিআইডিসি রোডে জড় হয়। সেখানে তারা বিশাল মানববন্ধনের আয়োজন করে। বিজেএমসি বিলুপ্তির প্রতিবাদে খুলনার রাষ্ট্রায়ত্ত¡ ৫ পাটকল কর্মচারী ও কর্মকর্তাবৃন্দ সকাল থেকে এ কর্মসূচী পালন করেন।
এসময় বক্তৃতা করেন বিজেএমসি খুলনা জোনাল প্রধান গাজী শাহাদাৎ হোসেন, ক্রিসেন্ট জুট মিলের প্রকল্প প্রধান এ কে হাজারী, প্লাটিনাম জুটমিলের প্রকল্প প্রধান মোঃ শাহজাহান, খালিশপুর জুট মিলের প্রকল্প প্রধান মোঃ শফিকুল ইসলাম, স্টার জুটমিলের প্রকল্প প্রধান এফ এম ফজলুর রহমান বাবু, ক্রিসেন্ট জুট মিলের প্রশাসন বিভাগীয় প্রধান আহম্মদ হোসাইন, খালিশপুর জুটমিলের প্রশাসন বিভাগীয় প্রধান মোস্তফা কামাল আহমেদ, প্লাটিনাম জুটমিলের প্রশাসন বিভাগীয় প্রধান মোঃ মুরাদ হোসেন, ক্রিসেন্ট জুট মিলের হিসাব বিভাগীয় প্রধান শাওন মাহমুদ, খালিশপুর জুট মিলের হিসাব বিভাগীয় প্রধান সুলতান মাহমুদ, স্টারের হিসাব বিভাগীয় প্রধান মোঃ ইমারত হোসেন, ক্রিসেন্ট জুট মিলের পাট বিভাগীয় প্রধান আবুল কালাম আজাদ, প্লাটিনামের পাট বিভাগীয় প্রধান মোঃ আবু বক্কার সহ বিভিন্ন শাখার কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
এসময় তারা বলেন, বিজেএমসি জন্মলগ্ন থেকে দেশের স্বর্ণসূত্র পাট বিদেশে রপ্তানী করে দেশে বৈদেশিক মুদ্রা অর্জনসহ খেলাধুলা ক্ষেত্রে ও বিশাল সাফল্য ও সম্ভাবনা সৃষ্টি করেছে। তাই বিজেএমসির বিলুপ্তি বা এ প্রতিষ্ঠানের সম্মানহানিকর কিছু মেনে নিবেনা বলে হুশিয়ারী উচ্চারন করেন তারা।