কক্সবাজারে বিজিবির সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত ২

0
701

খুলনাটাইমস: কক্সবাজারের টেকনাফে কথিত বন্দুকযুদ্ধে বিজিবির গুলিতে দুইজন নিহত হয়েছেন। গতকাল সোমবার ভোর রাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকায় গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে বিজিবি-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়সল হাসান খানের ভাষ্য। নিহতরা হলেন- মোহাম্মদ জামাল (২৭) ও মোহাম্মদ ইউনুছ (২১)। তাদের বিস্তারিত পরিচয় জানাতে না পারলেও অভিযানে ইয়াবা উদ্ধার হওয়ায় তারা ‘মাদক চোরাকারবারি’ বলে ধারণা করছেন বিজিবি কর্মকর্তারা। ঘটনার বিবরণে বিজিবি কর্মকর্তা ফয়সল বলেন, মিয়ানমার থেকে ইয়াবার ‘বড় একটি চালান’ আসার খবরে তাদের একটি দল ভোর রাতে টেকনাফের দমদমিয়া এলাকায় অবস্থান নেয়। পরে বিজিবির দলটি ‘মাদক কারবারিদের’ ঘিরে ফেলে তাদের আত্মসমর্পণের নির্দেশ দেয়। এ সময় তারা অতর্কিতে বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। বিজিবির সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। একপর্যায়ে গোলাগুলি থামার পর ঘটনাস্থলে দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। গুলিবিদ্ধ দুজনকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলে বিজিবি-২ ব্যাটালিয়নের অধিনায়ক জানান। তিনি বলেন, ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ৫০ হাজার ইয়াবা, দুটি দেশি বন্দুক, তিনটি গুলি ও তিনটি কিরিচ উদ্ধার করা হয়েছে। বিজিবির তিন সদস্যও এ অভিযানে আহত হয়েছেন।