দেশে সর্বচ্চো সিসি’র মোটরসাইকেল তৈরি করলো রানার মোটরসাইকেল

0
198

ঢাকা অফিস:
বাংলাদেশের প্রথম মোটরসাইকেল প্রস্তুত কারক ও রপ্তানিকারক প্রতিষ্ঠান রানার অটোমোবাইলস লিমিটেড মঙ্গলবার (২৫ আগস্ট) সব চাইতে বড় সিসি’র মডেল নিয়ে এল বাজারে। স¤প্রতি’ বোল্ট ১৬৫ আর’ ১৬৫ সিসির মোটরসাইকেল বাজারজাত শুরু করেছে প্রতিষ্ঠানটি। ১৬৫ সিসি রেসিং ইঞ্জিনক্ষমতা সম্পন্ন ‘বোল্ট ১৬৫ আর” মোটরসাইকেল এ রয়েছে ডুয়েল ডিস্কব্রেক, ডি আর এল যুক্তসম্পূর্ণ এল ই ডিহেডলাইট ও টেইললাইট, ইউ এসডিসাসপেনশন, সম্পূর্ণ ডিজিটাল স্পিডোমিটার, ১৩০ সেকশন এর রেয়ার টায়ারসহ আরো অত্যাধুনিক সব ফিচার যা বাংলাদেশের মোটরসাইকেল প্রেমীদের প্রিমিয়াম মানের মোটরসাইকেল কিনতে আরো আগ্রহী করবে। আধুনিক ও রূচিশীল ডিজাইনের এই বাইকটির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৯ হাজার টাকা। নগদ অর্থে কিংবা ক্রেডিট কার্ড ক্রয়ে মিলবে ১৪ হাজার টাকার ছাড়। এছাড়া ও থাকছে সর্বোচ্চ ২৪ মাস পর্যন্ত সর্বনিম্ন ১% হারে সহজলভ্য কিস্তির সুবিধা। রানার অটোমোবাইলস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক জনাব রিয়াজুল হক চৌধূরী আরো জানান “এক্সপোর্ট কোয়ালিটির প্রতিটি রানার মোটরসাইকেলের সাথে আর ও থাকছে ৬ বছরের ওয়ারেন্টি, ৯টি ফ্রীসার্ভিস, ১ লক্ষ টাকা পর্যন্ত ইন্স্যুরেন্স এবং সারাদেশে ২০০ টির ও বেশি পয়েন্টে সার্ভিসিং-এর সুবিধা।”