দেবী দূর্গা আসছে হাকিমপুর শিকদার বাড়ি পূজামন্ডপে, সাথে ৮০১জন দেব-দেবী

0
988

সৈয়দ বাদশা হোসেন, বাগেরহাট:
শরতের দেবী দূর্গা এবার ৮০১ জন দেব-দেবী কে সাথে নিয়ে আসছে বাগেরহাটের হাকিম পুর শিকদার বাড়ীতে। আর মাত্র কয়েক দিন, ঘনিয়ে এসেছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। বাগেরহাটের প্রতিটা মন্ডপে মন্ডপে চলছে কোথাও সাজ সজ্জা, কোথাও মাটির প্রলেপ এর কাজ। সব মন্ডপের কারিগররা বিরামহীন ব্যস্ত আছেন প্রতিমা তৈরীর কাজে। গেল বছরে জেলায় ৬২৫ টি মন্ডপে সারদীয় দূর্গা উৎসব হয়ে ছিলো। এ বছর সরকারী তথ্য ও জেলা পুজা উয্যাপন কমিটির তথ্য মতে এবার জেলায় ৬৩০শারদীয় দূর্গাওৎসব হবে বলে জানা গেছে। সব মন্ডপে প্রতিমায় মাটির কাজ শেষ করেছে কারিগররা। এখন চলছে সাজ-সজ্জায় ও রং তুলির আচড়ে দেব দেবীর চরিত্র ও শ্রী বৃদ্ধির কাজ ।
তবে বাগেরহাটের পূজা মানেই সাধারণ মানুষের কাছে হাকিমপুর শিকদার বাড়ির পূজা মন্ডপ। ব্যক্তি উদোগে এবং পারিবারিক ঐতিহ্যে গেল কয়েক বছরের ধারাবাহিকতায় এ বছর ৮০১টি প্রতিমা নিয়ে থাকছে দেশের সব থেকে বড় এ মন্ডপের আয়োজন। গত বছর ছিল ৭০১টি প্রতিমা। গত কয়েক বছর ধরে বাগেরহাট তথা দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় দুর্গাপূজাটি অনুষ্ঠিত হয় ব্যক্তি উদ্যোগে। বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামের সিকদারবাড়ি। বাগেরহাটে দুর্গাৎসব মানেই সিকদার বাড়ির মন্ডপ। গত ৮ বছর ধরে লিটন সিকদার নামে এক ব্যবসায়ী মহা ধূমধামে দুর্গাপূজার আয়োজন করে আসছেন। দেশের বিভিন্ন জেলার পাশাপাশি ভারত থেকেও এই মন্ডপে পূজা দেখতে আসেন অনেক দর্শনার্থীরা। এছাড়া বাগেরহাট সদরের কাড়াপাড়া ইউনিয়নের কাড়াপাড়া গ্রামের রামকৃষ্ণ সেবাশ্রমের সার্বজনীন পূজা মন্দির, চুলকাঠি বাজারের বণিকপাড়া সার্বজনীন পূজা মন্দির, পোলঘাট সার্বজনীন পূজা মন্দির এবং ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়নের বেতাগা মমতলা সার্বজনীন পূজা মন্ডপগুলোতে বেশি সংখ্যক প্রতিমা তৈরির প্রতিযোগিতা চলছে।