দেবহাটা জাতীয় স্যানিটেশন ও হাতধোয়া দিবসের র‌্যালী এবং আলোচনা সভা

0
320

আব্দুর রব লিটু,দেবহাটা: “সকলের হাত, পরিচ্ছন্ন থাক” এ প্রতিপাদ্যকে সামনে রেখে দেবহাটায় পালিত হয়েছে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাতধোয়া দিবসের র‌্যালী এবং আলোচনা সভা । বুধবার উপজেলা প্রশাসন ও জনসাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন, আইডিয়াল, সাস, জাগরণী ফাউন্ডেশন, উত্তরণ ও অন্যান্য এনজিও’র সহযোগীতায় বেলা ১১ টায় এ র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার বদরুজ্জামান, কৃষি সম্প্রসারণ অফিসার শওকত ওসমান, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই রকেট দেবহাটা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আর কে বাপ্পা।এসময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, সমবায় অফিসার আকরাম হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা জুয়েল হোসেন।