দেবহাটা কলেজের ২ সহকারী অধ্যাপক লাঞ্চিতের ঘটনার তদন্তে ৫সদস্যের কমিটি

0
268

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা কলেজের ২ সহকারী অধ্যাপক লাঞ্চিতের ঘটনার তদন্তে ৫সদস্যের কমিটি। কলেজের ২ সহকারী অধ্যাপক ও এক অফিস সহায়ককে শারীরিক ভাবে লাঞ্চিত করার ঘটনায় এবং কলেজের সভাপতি নির্ধারন ও অধ্যক্ষের বিদায়জনিত কারনে পরিচালনা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। গত ২৩ অক্টোবর দুপুর ১২টার দিকে দেবহাটা সদরের বাসিন্দা মৃত আজগার আলীর পূত্র আলী মোর্ত্তজা মোঃ আনোয়ারুল হক (৫৫), এক ই গ্রামের আব্দুর রহিমের পূত্র নাশকতাসহ একাধিক মামলার আসামী শাহিন ওরফে খুর শাহিন (৩২) ও কোড়া গ্রামের মৃত সিদ্দিক মোল্লার পূত্র সেলিম মোল্লা (৩৬) গত ২৩/১০/১৯ তারিখ দুপুর ১২ টার দিকে উপজেলা সদরের একটি চায়ের দোকানের সামনে সহকারী অধ্যাপক মির্জা মূহসীন আলী, সহকারী অধ্যাপক ও দেবহাটা প্রেসক্লাবের কার্যকরী সদস্য ইয়াছিন আলী ও অফিস সহায়ক রামকৃঞ্চ বিশ^াস মন্টুকে শারীরিক ভাবে লাঞ্চিত করলে দেবহাটা থানায় একটি অভিযোগ দায়ের হয়। বিষয়টির তদন্ত করতে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন কমিটির সদস্য উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন। এসময় , নাজমুস শাহাদাৎ নফর বিশ^াস, সাবেক অধ্যাপক আনিসুর রহমান, তপন কুমার ফটিক, শফিকুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি আবু তালেব মোল্লা, আলমগীর হোসেন, হাফিজুর রহমান উপস্থিত ছিলেন। সভায় আগামী ৬ নভেম্বর কমিটির পুন:রায় সভা, ১২ নভেম্বর কলেজ অধ্যক্ষ একেএম আনিসউজ্জামান কালামকে বিদায় এবং একজন আইনজীবির পরামর্শ মোতাবেক কলেজের সভাপতি নির্ধারন করার বিষয় সিদ্ধান্ত গ্রহন করা হয়। এছাড়া শেখ ফারুক হোসেন রতনকে আহবায়ক আনিসুর রহমান, নাজমুস শাহাদাৎ নফর বিশ^াস, তপন কুমার ফটিক ও আলমগীর হোসেনকে সদস্য মনোনিত করে লাঞ্চিতের ঘটনায় তদন্ত কমিটি গঠন করে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহন করার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে বলে জানা যায়।