দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

0
176

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তারের সভাপতিত্বেএ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, দেবহাটা থানার ওসি তদন্ত উজ্বল কুমার মৈত্র, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল লতিফ,জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আল ফেরদাউস আলফা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, দেবহাটা সরকারী হাইস্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল, দেবহাটা ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুস সাত্তার সহ বিজিবির দেবহাটা, টাউনশ্রীপুর ও ভাতশালা কোম্পানী কমান্ডার এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন । সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক, চোরাচালানসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভায় করোনা পরিস্থিতির ২য় ঢেউ চলায় প্রত্যেককে বাজার, রাস্তাঘাট, সহ সর্ব স্থানে মাস্ক ছাড়া না বের হওয়ার নির্দেশ দেন নির্বাহী অফিসার তাছলিমা আক্তার। এছাড়া সরকারি, বে-সরকারি প্রতিষ্ঠানে মাস্ক ছাড়া কোন সেবা দেওয়া হবে না বলে জানান তিনি। নিজেদের নিরাপদে রাখতে সকলকে এগিয়ে আসার অনুরোধ জানান।তাছাড়া করোনা পরিস্থিতি স্বাবাভিক রাখতে হাট-বাজার,মসজিত-মন্দীরসহ বিভিন্ন জন গুরুত্বপূর্ণ স্থানে হাত ধোয়ার ব্যবস্থা,মাস্ক পরিধান করা এবং স্বাস্থ বিধি মেনে চলার উপর বিশেষ গুরুত্ব আরোপের সিদ্ধান্ত হয়।