দেবহাটা আস্কারপুর আলীমিয়া কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা আলিম বক্স শাহ্ ওয়ার্ছী আর নেই

0
430

আব্দুর রব লিটু,দেবহাটা : সাতক্ষীরা জেলার দেবহাটা নওয়াপাড়া আস্কারপুর আলীমিয়া কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা, পীরে কামেল আলহাজ্জ হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর ভক্ত, বর্তমান সময়ের আলোচিত আস্কারপুরের রূপকার, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আলিম বক্স শাহ্ ওয়ার্ছী আর নেই। মৃত্যু কালে তার বয়ষ হয়েছিল ৮২বছর। দীর্ঘদিন হার্টের অসুখে ভুগছিলেন তিনি। দীর্ঘ অসুস্থ্যতার পর মঙ্গলবার নিজ বাসভবনে বেলা ১ টা ১৫ মিনিটে ইন্তেকাল করেছেন আলহাজ্জ আলিম বক্স শাহ্ ওয়ার্ছী (র.) ( ইন্না-লিল্লাহী… রাজিউন)। মরহুমের পরিবার সুত্রে জানাযায়, ২৫ মার্চ বুধবার বাদ যোহর আলীমিয়া কল্যাণ সংস্থা জামে মসজিদ প্রাঙ্গণে তার প্রথম নামাজে জানাযা এবং ২৬ মার্চ বৃহস্পতিবার সকাল ১০ টায় দ্বিতীয় নামাজে জানাযা শেষে পূর্ব নির্ধারিত স্থানে তার দাফন সম্পন্ন করা হবে। এ সময় মরহুমের লাশ নিজস্ব বাসভবনে এয়ার এ্যাম্ভুলেন্সের মধ্যে রাখা হবে। মৃত্যুকালে তিনি আলহাজ্জ আমজাদ হোসেন ও আলহাজ্জ আকদাছ হোসেন মন্টু নামক ২ পুত্র ও ৫ কন্যা সহ দেশের বিভিন্ন এলাকায় অসংখ্য ভক্ত ও শুভাকাঙ্খী রেখে গেছেন।এদিকে আস্কারপুর আলীমিয়া কল্যাণ সংস্থার সভাপতি ও জেলা পল্লী বিদ্যুৎ সমিতি লিমিটেড পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্জ আকদাছ হোসেন মন্টু’র পিতার মৃত্যুতে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গানি, উপজেলা আ’লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান সহ বিভিন্ন জনপ্রতিনিধি, সংবাদকর্মী, ব্যক্তি বা সংগঠনের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।