দেবহাটা আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

0
336

মীর খায়রুল আলম, দেবহাটা:
দেবহাটায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ইউনেস্কার বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতি লাভ করায় আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, রচনা প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সারাদেশের সাথে একযোগে উক্ত দিবসটি পালিত হয়। শুরুতে উপজেলা চত্বর হতে আনন্দ শোভাযাত্রা বের হয়ে দেবহাটা থানা মোড়, দেবহাটা বাজারসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার চত্বরে আলোচনা সভা এবং ডিজিটাল সেন্টারে রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ আল-আসাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সম্পাদক আনারুল হক, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, দেবহাটা থানার ওসি(তদন্ত) শরিফুল ইসলাম, দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুব আলম খোকন, কেবিএ কলেজের অধ্যাক্ষ রিয়াজুল ইসলাম, দেবহাটা মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল প্রমূখ। এ সময় বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন দফতরের দফতর প্রধান, বিভিন্ন কলেজের অধ্যক্ষগণ, প্রধান শিক্ষকগণ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সাংবাদিকগণ, সকল স্তরের মানুষ, সূধীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা অনুষ্ঠান শেষে রচনা প্রতিযোগীতায় অংশগ্রহনকারীদের বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।