সাতক্ষীরায় আনন্দ মিছিল ও শোভা যাত্রা অনুষ্ঠিত

0
386

সেলিম হায়দার:
জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর “মেমোরি অব দ্য’ওয়ার্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার” এ অর্ন্তভ‚ক্তির মাধ্যমে বিশ্ব প্রামান্য ঐতিহ্যের স্বীকৃতি লাভের অসামান্য অর্জন উপলক্ষে সাতক্ষীরায় আনন্দ মিছিল ও শোভা যাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে থেকে এক র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা কেন্দ্রিয় শহীদ মিনারে এসে শেষ হয়। র‌্যালীতে নেতৃত্ব দেন সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দীন।

এসময় উপস্থিত ছিলেন সদর-২ আসনের সংসদ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, জেলা পুলিশ সুপার আলতাফ হোসেনসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ছাত্র-ছাত্রী, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ র‌্যালীতে অংশ গ্রহন করেন।

এছাড়াও জেলার তালা,কলারোয়া,দেবহাটা,কালিগঞ্জ,আশাশুনি,শ্যামনগর উপজেলায় প্রশাসনের উদ্যোগে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।