দেবহাটায় স্বেচ্ছাসেবকলীগের ব্যতিক্রমধর্মী উদ্যোগ : ভিক্ষুকদের মাঝে মসলা বিতরন

0
453

দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় উপজেলা স্বেচ্ছাসেবকলীগের ব্যতিক্রম ধর্মী উদ্যোগে আবারো ভিক্ষুকদের মাঝে মসলা সামগ্রী বিতরন। দেবহাটায় করোনা ভাইরাস মোকাবেলায় ব্যতিক্রমধর্মী কাজ করে যাচ্ছে উপজেলা স্বেচ্ছাসেবকলীগ। সাতক্ষীরার জেলা স্বেচ্ছাসেবকলীগের দিক নির্দেশনায়, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনির পৃষ্ঠপোষকতায় উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সচেতনতা বৃদ্ধি, মাস্ক বিতরন, কর্মবঞ্চিত অসহায় পরিবারের মাঝে ত্রাণসহ বিভিন্ন কাজ করে যাচ্ছে স্বেচ্ছাসেবকলীগ। তাছাড়া করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলায় সরকারী-বেসরকারী পর্যায়ে যারা কাজ করছে তাদের সুরক্ষার জন্য কয়েকটি ধাপে পিপিই প্রদানও করেছে স্বেচ্ছাসেবকলীগ। যার মধ্যে উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন, দেবহাটা থানা পুলিশের জন্য থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা, , উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকতা ডাঃ আব্দুল লতিফ, কুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাবেক কোষাধাক্ষ আছাদুল হক, সখিপুর ইউপি চেয়ারম্যান ও সাবেক উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন রতন, কুলিয়া. দেবহাটা সদর চেয়াম্যান আবু বকর, পারুলিয়ার ইউপি চেয়ারম্যা সাইফুল ইসলামনসহ বিভিন্ন ব্যক্তির মাঝে পিপিই তুলে দেন।তারই ধারাবাহিকতায় এবার পর্যায়ত্রমে উপজেলার ৫টি ইউনিয়নের ভিক্ষুকদের মাঝে মসল্লা সামগ্রী বিতরনের ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিল স্বেচ্ছাবেকলীগ । এতে দ্বিতীয় দিনে সখিপুর ইউনিয়নের ৪৫ জন ভিক্ষুকদের মাঝে গরম মসলা, জিরা-মরিচ,মুশারীর ডাউল, আলু, পেয়াজ, রসুন, আদা, লবন, সোয়াবিন তেল সহ ১১ প্রকার মসলা সামগ্রী বিতরণ করেন উপজেলা স্বেচ্ছা সেবকলীগ। বুধবার সকাল ১০ টায় সখিপুরা ইউনিয়ন পরিষদের বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোস্তাক আলী, সহ-সভাপতি এ্যাড:সাঈদুজ্জামান জিকো, উপজেলা স্বেচ্ছা সেবক লীগের সাধারণ সম্পাদক লোকমান কবির, উপজেলা কৃষকলীগের যুগ্মআহবায়ক আব্দুর রব লিটু, উপজেলা তাঁতীলীগের সভাপতি আশরাফুল ইসলাম, নওয়াপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মিজানুর রহমান, পারুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক আবু রাযহান প্রমূখ। এ সময় উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি স্বেচ্ছা সেবকলীগের ব্যতিক্রমধর্মী এ সব কাজের প্রশংসা করে বলেন, বিশ্বব্যাপী করোনা প্রতিরোধে সাধারন মানুষ যখন কর্মবিমুখ হয়ে পড়েছে। যখন মানুষের ঘরে খাকা অত্যন্ত জরুরী,তখন সরকারের পাশাপাশি ত্রান সামগ্রী হিসেবে বিভিন্ন সংগঠন খাদ্য সামগ্রী বিতরন করছে। কিন্ত স্বেচ্ছাসেবকলীগ বিতরন করছে মসলা সামগ্রী। যাতে অকারনে তারা আর ঘরের বাহিরে না যায়। এ সময় তিনি সমাজের বৃত্তবানদেরও এগিয়ে এসে সাধারন মানুষের পাশে দাড়ানের অনুরোধ জানান। তাছাড়া দেবহাটায় প্রথম করোনা রোগী সনাক্ত হওয়ার বিষয় উল্লেখ করে তিনি সকলকে আতঙ্কিত না হয়ে আরো সচেতন হওয়ার কথা বলেন।