দেবহাটায় সমাজসেবা প্রতিবন্ধী শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান

0
372

দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে প্রতিবন্ধী শিক্ষার্থী ও অনগ্রসর জাতিগোষ্টীর জীবন যাত্রার মান উন্নয়নে তাদের সন্তানদের মাঝে শিক্ষা উপবৃত্তি প্রদান করা হয়। মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে এ বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ আব্দুল গনি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ। অনুষ্ঠানের শুরুতে সুন্দর ভাবে কোরআন তেলাওয়াত করেন ৮ম শ্রেণির প্রতিবন্ধী ছাত্র হিমেল হোসেন ও গীতা পাঠ করেন ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী অনন্যা মন্ডল। উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর জি.এম লোকমান হোসেন, দেবহাটা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আর.কে.বাপ্পা, উপজেলা খাদ্য কর্মকর্তা মনিরুজ্জামান ও নওয়াপাড়া ইউনিয়নের ইউপি সদস্যা আল্পনা অধিকারী। এসময় প্রাথমিক, মাধ্যমিক, ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন ক্যাটাগরিতে ১৫৪ জন প্রতিবন্ধী শিক্ষার্থী এবং ৫৯ জন অনগ্রসর জাতিগোষ্টীর সন্তানদের বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষা উপবৃত্তি প্রদান করা হয়। এসময় বক্তরা বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। প্রতিবন্ধীদের যদি সঠিকভাবে পরিচর্যা করা হয় এবং বিভিন্ন ট্রেডে শিক্ষা দিয়ে পারদর্শি করে গড়ে যায় তাহলে তারাও আর্থিক ভাবে সামলম্বি হয়ে দেশের কল্যাণে কাজ করতে পারবে।বর্তমান সরকারের প্রধানমন্ত্রী দেশের সুবর্ন নাগরিকদেরকে যাতে কেহ সমাজের বোঝা না মনে করে সে জন্য তাদের দক্ষ হিসাবে গড়ে তোলার লক্ষে বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করে চলেছে।এ সব গৃহীত পদক্ষেপের অংশ হিসাবে, প্রতিবন্ধী ছাত্র ছাত্রীরা যাতে লেখাপড়া শিখে দেশের কল্যানে কাজ করতে পারে সে লক্ষেই এ উপবৃত্তি প্রদান র্করা হয়।