দেবহাটায় বিজিবির অভিযানে ভারতীয় গরু ও ফেন্সিডিল আটক

0
399

আব্দুর রব লিটু:
দেবহাটায় বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)’র অভিযানে ভারতীয় গরু ও ফেন্সিডিল আটক হয়েছে। জানাযায়, উপজেলার দেবহাটা বাজার ও সুশীলগাতী ভেড়িবাধ এলাকা থেকে ১৯৮ বোতল ফেনসিডিল ও ভারতীয় ২ টি গরু আটক করেছে দেবহাটা বিজিবি। শুক্রবার ভোর সাড়ে ৪ টার দিকে দেবহাটা বিজিবি ক্যাম্প কমান্ডার হাবিলদার হারুন মিয়া ও হাবিলদার শাহিন মোল্লার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে কিছু লোক ভারত থেকে বাংলাদেশে ফেনসিডিল নিয়ে আসার খবর পেয়ে দেবহাটা বিজিবির সদস্যরা দেবহাটা বাজার সংলগ্ন ভেড়িবাধ এলাকায় অভিযান চালিয়ে ১৯৮ বোতল ফেন্সিডিল আটক করেন। যার আনুমানিক মুল্য ৭৯ হাজার ২ শত টাকা। এছাড়া এর আগে ভোররাত ৪ টার দিকে একই দল অপর এক অভিযান পরিচালনা করে সুশীলগাতী বেড়িবাধ এলাকা থেকে অবৈধভাবে নিয়ে আসা ভারতীয় ২ টি গরু আটক করেন। যার আনুমানিক মূল্য ১ লক্ষ ৩০ হাজার টাকা বলে জানা গেছে। তবে এসময় চোরাকারবারীরা পালিয়ে যেতে সক্ষম হয়। আটককৃত ফেন্সিডিল ও গরু বিজিবির হেডকোয়ার্টারে জমা প্রদান করা হয়েছে বলে জানা গেছে। উল্লেখ্য, নীলডুমুর বিজিবির আওতায় দেবহাটা ক্যাম্প সংলগ্ন এলাকায় বিজিবির এফআইডি সদস্য নায়েক জামিউল হাসান গত ১ মাস পূর্বে যোগদানের পর থেকে অত্র সীমান্ত এলাকায় চোরাচালানী মালামাল বিজিবি সদস্যরা আটক করতে সক্ষম হচ্ছে।