দেবহাটায় বসতভিটা দখল করার চেষ্টা ও মিথ্যা মামলা দিয়ে ফাসানোর ষড়যন্ত্রের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন

0
506

স্টাফ রিপোর্টার: দেবহাটায় বসতভিটা দখল করার চেষ্টা ও মিথ্যা মামলা দিয়ে ফাসানোর ষড়যন্ত্রের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেছেন উপজেলার চক মোহাম্মাদালীপুর গ্রামের মৃত আব্দুল আজিজ খানের পুত্র আমিরুল ইসলাম। সোমবার বিকাল ৩টায় দেবহাটা প্রেসক্লাবে লিখিত বক্তব্যে তিনি বলেন, তিনি এলাকার সকল মানুষের সাথে আমার সুসম্পর্ক রেখে শান্তিপূর্নভাবে বসবাস করে আসছেন। তারবড় ভাই সাতক্ষীরা জেলা বিএনপির সহ-সভাপতি ও বিএনপির সাবেক মনোনয়ন প্রত্যাশী গোলাম রসুল সুমনের নেতৃত্বে তার পৈত্রিক সম্পত্তি দীর্ঘদিন জোরপূর্বক দখলে নিতে নানারকম সন্ত্রাসী হামর্ ও ষড়যন্ত্র করে আসছে। তার বড়ভাই বিএনপি নেতা গোলাম রসুল সুমন প্রভাবশালী হওয়ায় গায়ের জোরে তার ভাগের সম্পত্তি নিজের দখলে নিতে বিভিন্ন ষড়যন্ত্র করে চলেছে। পৈত্রিক সম্পত্তিগুলো দখলে নিতে ২০১৮ সালে গোলাম রসুল সুমন বাদী হয়ে সাতক্ষীরা জেলা যুগ্ন জর্জ আদালতে আমাকে আসামী করে একটি দেওয়ানী মামলা দায়ের করে। মামলা নং-৯০/১৮। যে মামলাটি এখনো বিচারাধীন। তার বড় ভাই বিভিন্ন সময় বাড়িতে এসে তাকেসহ আমার পরিবারের অন্য সদস্যদেরকে খুন-জখমসহ জমি দখল এবং বাড়ির উঠানে রাখা গোলা ভর্তি ধান সহ আগুনে পুড়িয়ে দেবে বলে বিভিন্ন হুমকি দিলে তিনি তার পরিবারের নিরাপত্তার কথা চিন্তা করে দেবহাটা থানায় একটি সাধারণ ডায়েরী করেন। ডায়েরী নং-৪৫০, তাং- ১৩/০৭/২০১৯ ইং। গত ১৫/০৭/২০১৯ তারিখ সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে চক মোহাম্মাদারীপুর গ্রামের মৃত আব্দুল আজিজের পুত্র গোলাম রসুল সুমন (৫৮), তার পুত্র নাজিম উদ্দীন নয়ন (৩২), কাজিমহল¬া গ্রামের মৃত হামিদুর রহমানের পুত্র জাহাঙ্গীর আলম কাজল (৪০), একই গ্রামের খোরশেদ আলীর জামাই শোকর আলী (৪২), আবুল কাশেমের পুত্র মোকছেদুর রহমান বাবু (৪৩) লাঠি, হাতুড়ি, সাবল সহ দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়িতে প্রবেশ করতে না পেরে বাড়ির পুকুরের পাঁকা সিড়িঁ ও বসার জায়গা ভাংচুর করে। এবিষয়ে তার পুত্র বোরহান উদ্দীন বাদী হয়ে গত ১৫-০৭-১৯ তারিখে দেবহাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। এতেও ক্ষ্যান্ত না হয়ে পর সম্পদ লোভী তার বড় ভাই গোলাম রসুল সুমন নতুন কৌশল অবলম্বন করে সরকারী কবরস্থানের নাম ভাঙিয়ে গত শুক্রবার ০২-০৮-১৯ তারিখে জুম্মার নামাযের পর তার নামীয় চক মাহমুদালীপুর মৌজার ১০৫ নং খতিয়ানের ৪৫২, ৪৫৩ ও ৪৫৪ নং দাগের মধ্যে মোট ২ একর ৪৩ শতক জমির মধ্যে আমার ৮১ শতক বসতভিটার মধ্যে ১৪ শতক জমি জোরপূর্বক দখলে নিতে খোরশেদ আলীর জামাই শোকর আলী (৪২), মৃত হামিদুর রহমানের পুত্র জাহাঙ্গীর আলম কাজল (৪০), আবুল কাশেমের পুত্র মোকছেদুর রহমান বাবু (৪৩) সহ কতিপয় সন্ত্রাসী দিয়ে সরকারী কবরস্থানের সাইন বোর্ড বসানোর চেষ্টা করে। এসময় তিনি ও তার ছেলে সংবাদ পেয়ে সেখানে যেয়ে তাদেরকে বাধা দিলে তারা তাদেরকে মারধর করে। আমিরুল বলেন, এঘটনাটিকে কেন্দ্র করে তারা মিথ্যা বানোয়াটভাবে নিজেরা কু-মতলবে হাসপাতালে ভর্তি হয়ে তাদের নামে মিথ্যা মামলা দেয়ায় অপচেষ্টা চালাচ্ছে। বর্তমানে বিএনপি নেতা গোলাম রসুল সুমন ও তার সাঙ্গ-পাঙ্গদের ভয়ে আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভূগছেন বলে তিনি জানান। তিনি উক্ত সন্ত্রাসীদের মিথ্যা মামলা, হামলা হুমকি দেওয়ার ঘটনায় সঠিক বিচারের জন্য প্রশাসন সহ সংশি¬ষ্ট কতৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।