দেবহাটায় পৈত্রিক সম্পত্তি জবর দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

0
221

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় প্রতিপক্ষ কর্তৃক পৈত্রিক জমি জবর দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন হয়রানীর শিকার নাসির উদ্দীন নামের এক ব্যাক্তি। তিনি পারুলিয়ার মৃত দিদার বক্স’র ছেলে এবং ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি। বুধবার দুপুরে দেবহাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন তিনি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নাসির উদ্দীন বলেন, পারুলিয়া মৌজার বাসস্ট্যান্ড সংলগ্ন সাবেক ৩৬৫১ হাল ৮৪৮৬ দাগে ২একর ৩৮ শতক জমির মধ্যে পৈত্রিক সূত্রে প্রাপ্ত সাড়ে ৪৭ শতক জমি রয়েছে তাদের। ওই জমির মুল অংশিদার নাসির উদ্দীন ও আরো তিন ভাইবোন এবং দুই মা সহ মোট ৬জন। দীর্ঘদিন ধরে পৈত্রিক সূত্রে প্রাপ্ত ওই সাড়ে ৪৭ শতক জমি তারা ভোগদখল করছেন। অথচ তার ৪ চাচাতো ভাই মৃত দীন আলী মোল্যার ছেলে জামায়ত নেতা ও নাশকতা মামলার আসামী সোহরাব হোসেন, অর্থ আত্মসাতের দায়ে চাকুরীচ্যুত সাবেক সেনা সদস্য শফিকুল ইসলাম, রবিউল ইসলাম ও অপর নাশকতা মামলার আসামী বিএনপি নেতা মনিরুল ইসলাম মনি তাদের পৈত্রিক সূত্রে প্রাপ্ত ওই জমি জোর পূর্বক দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে। বিভিন্ন সময়ে এসকল নাশকতা মামলার আসামীরা আওয়ামী লীগ নেতা নাসিরউদ্দীন ও তার পরিবারের সদস্যদের প্রাননাশের হুমকি, মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানী ও তার ভাগিনা ছাত্রলীগ নেতা ফয়জুল্লাহ, মিজানুর রহমান মাহি, আফছার হোসেনসহ একাধিক ব্যাক্তিকে জড়িয়ে পত্র-পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ এবং অপপ্রচার চালানোসহ তাদের পৈত্রিক ওই জমি জোরপূর্বক দখল করে নেয়ার চেষ্টা করছে বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করেন তিনি। একইসাথে তাদের ষড়যন্ত্র থেকে রেহাই পেতে এবং পৈত্রিক সম্পত্তি বাঁচাতে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।