দেবহাটায় পাঁচ জয়ীতাকে সম্মাননা দিয়েছে উপজেলা প্রশাসন

0
219

দেবহাটা প্রতিনিধি : জয়ীতা অন্বেষনে বাংলাদেশ-২০২০ শীর্ষক কর্মসূচীতে উপজেলা পর্যায়ে বছাইকৃত ৫ ক্যাটাগরিতে পাঁচজন জয়ীতাকে সম্মাননা প্রদান করেছে দেবহাটা উপজেলা প্রশাসন। সোমবার বেলা ১১ টায় এসকল জয়ীতা নারীদেরকে সম্মাননা ক্রেষ্ট ও উপহার সামগ্রী তুলে দেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার। নির্ধারিত পাঁচটি ক্যাটাগরির মধ্যে অর্থনৈতিক সাফল্য অর্জণকারী নারী হিসেবে দক্ষিন সখিপুরের আব্দুর রাজ্জাক গাজীর কন্যা ও উপজেলা মহিলা আনসার কোম্পানী কমান্ডার সাজু পারভীন, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী হিসেবে দেবহাটা সদরের সামছুজ্জামান খানের স্ত্রী রোজী সুলতানা, সফল জননী নারী হিসেবে টাউনশ্রীপুরের আবদুল হকের (হক সাহেব )স্ত্রী ফরিদা হক, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করেছেন এমন নারী হিসেবে দেবহাটা সদরের কামরুল ইসলামের কন্যা নাছিমা বেগম এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখার জন্য প্রয়াত ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা মরহুম লুৎফর রহমান সরদারের স্ত্রী কারিমুন নেছাকে এবারের জয়ীতা হিসেবে সম্মাননা প্রদান করা হয়েছে।সম্মাননা প্রদানকালে মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আবু রাহান তিতু, সফল জননী নারী ফরিদা হকের স্বামী আবদুল হকসহ সম্মাননা পাওয়া জয়ীতা নারীগণ উপস্থিত ছিলেন।