দেবহাটায় ইউএনও’র হস্তক্ষেপেএগিয়ে চলেছে আশ্রায়ণ প্রকল্পের ১৯ টি গৃহ নির্মান কাজ

0
224

আব্দুর রব লিটু, দেবহাটা: দেবহাটায় উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তারের হস্তক্ষেপে সুষ্ঠভাবে এগিয়ে চলেছে আশ্রায়ণ-২ প্রকল্পের আওতায় জমি নেই, ঘর নেই শ্রেনীর প্রথমধাপে অনুমোদিত ভূমিহীন ও গৃহহীন ১৯ পরিবারের জন্য সরকারি জমিতে সরকারি খরচে নির্মানাধীন বাসগৃহের নির্মান কাজ।ইতোমধ্যেই নির্মানাধীন এসব বাসগৃহের নির্মানকাজ দুই তৃতীয়াংশ শেষ হয়েছে। ফলে দেবহাটা উপজেলাতে বাস্তবায়নের দ্বারপ্রান্তে পৌঁছেছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার গৃহীত অন্যতম যুগান্তকারী এ প্রকল্প। পাশাপাশি অনুমোদনের অপেক্ষায় রয়েছে আরোও দশটি গৃহহীন পরিবারের জন্য সরকারী বাসগৃহ নির্মানের কাজ। উপজেলার অধিবাসী যেসকল পরিবারের জমি নেই এবং বসবাসের ঘর নেই কেবলমাত্র সেসকল পরিবারকে এ প্রকল্পের আওতায় সরকারি জমিতে, সরকারি খরচে বাসগৃহ নির্মান করে পূনর্বাসন করছে সরকার। এমনকি যাতে করে এসকল পরিবার পরবর্তীতে কখনো গৃহহীন না হয় সেজন্য সরকারি ওই জমিসহ বাসগৃহ তাদের নামে চিরস্থায়ী বন্দোবস্ত দিয়ে দলিল করে দিচ্ছে সরকার।দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তারের তত্বাবধানে ও তদারকিতে এসকল বাসগৃহ নির্মানের কাজ দ্রুততার সাথে এগিয়ে চলেছে। প্রতিনিয়ত তিনিসহ উপজেলা টাষ্কফোর্স ও প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্যরা প্রকল্পের কাজ পরিদর্শন ও দেখাশুনাও করছেন। সুবিধাভোগী ও সংশ্লিষ্ট এলাকার মানুষের মতামত, পরামর্শ, ও অভিযোগ মোতাবেক প্রকল্পটি বাস্তবায়নে কোনো সমস্যা দেখা দিলে দক্ষতার সাথে সেগুলোর তাৎক্ষনিক সমাধানও করছেন উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার।উপজেলার ৫টি ইউনিয়নে মধ্যে প্রথম ধাপে অনুমোদিত ১৯টি বাসগৃহের মধ্যে কুলিয়া ইউনিয়নে ৮টি, পারুলিয়াতে ৩টি, নওয়াপাড়ায় ২টি এবং সদর ইউনিয়নে একটি বাসগৃহের নির্মান কাজ প্রায় শেষের পথে।
সরকারী দুই শতক জমিতে এবং সরকারী একলক্ষ একাত্তর হাজার টাকা ব্যায়ে প্রত্যেকটি পরিবারের জন্য নির্মানাধীন বাসগৃহে দুটি বেডরুম, একটি কিচেন, একটি বাথরুম, একটি বারান্দাসহ পরিবারের সদস্যদের ঘোরাফেরার মতো বেশ কিছুটি ইউটিলিটি স্পেস রেখে ডিজাইন মাফিক বাসগৃহ গুলো নির্মান করা হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার।উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার বলেন, নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করে ভূমিহীন ও গৃহহীনদের পূনর্বাসনে উপজেলা প্রশাসন বদ্ধ পরিকর। সার্বক্ষনিক নির্মানকাজ তদারকি এবং ব্যবহৃত নির্মান সামগ্রীর গুনগত মান নিশ্চিত করা হচ্ছে। পাশাপাশি যাতে করে কোনো প্রকার দূর্নীতি-অনিয়ম ছাড়াই মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী এ প্রকল্পটি সুষ্ঠভাবে বাস্তবায়ন এবং ভূমিহীন ও গৃহহীন পরিবারদের মাঝে বাসগৃহ গুলো হস্তান্তরে সার্বিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান ইউএনও তাছলিমা আক্তার।