দেবহাটায় তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ

0
109

দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা টাষ্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টা থেকে দিনভর রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রে উক্ত প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন আয়োজিত প্রশিক্ষণটিতে নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, প্রেসক্লাব সভাপতি আব্দুর রব লিটু, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আব্দুল লতিফ, কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর, শিক্ষা অফিসার শাহজাহান আলী, প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, আ.লীগ নেতা আলী মোর্তজা মো. আনোয়ারুল হক, দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই মোবাশ্বের আলী, সখিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, আইসিটি অফিসার ইমরান হোসেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র স্টেশন অফিসার মিজানুর রহমান, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, যুব উন্নয়ন অফিসার আমিনুর রহমান, স্যানিটারী ইন্সপেক্টর অমল চন্দ্র, যুবলীগ নেতা মিজানুর রহমান, সখিপুরের ইউপি সদস্য নির্মল মন্ডল, কুলিয়ার ইউপি সদস্য আবু সাঈদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন। এসময় তামাক ও তামাকজাত দ্রব্য গ্রহণের অপকারীতা এবং তামাকের ব্যবহার ও বিকিকিনি নিয়ন্ত্রণ বিষয়ে বিস্তারিত আলোচনা ও নানামুখী সিদ্ধান্ত গৃহীত হয়।