দেবহাটায় ডাক্তার মাজেদের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন

0
438

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি, খুলনাটাইমস:

দেবহাটার শিমুলিয়া এলাকার এক গ্রাম্য ডাক্তার আব্দুল মাজেদের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন তারই প্রতিবেশি সাকিলা খাতুন। রবিবার বিকাল ৪টায় দেবহাটা প্রেসক্লাবে পাল্টা সংবাদ সম্মেলন করেন উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের শিমুলিয়া এলাকার জিয়াদ আলীর স্ত্রী সাকিলা খাতুন(৪০)।
এসময় লিখিত বক্তব্যে সে বলেন, শিমুলিয়া গ্রামের এজাহার আলীর পুত্র ডাক্তার আব্দুল মাজেদ একজন নারী লোভী চরিত্রহীন ব্যক্তি। সে আমার অসহায়ত্বের সুযোগ নিয়ে প্রায়ই আমাকে কু-প্রস্তাব দিয়ে আসতো। কয়েক মাস আগে খারাপ উদ্দেশ্য নিয়ে মিষ্টির সাথে চেতনা নাশক ঔষধ মিশিয়ে লোক দিয়ে আমার বাড়িতে পাঠায়। সে ইতোপূর্বে একটি ধর্ষণ মামলায় দীর্ঘদিন জেল খাটার পর জামিনে এসে শিমুলিয়া গ্রামের মৃত বাবলুর স্ত্রী ফতেমাকে তুচ্ছ ঘটনা নিয়ে অন্যায় ভাবে মারপিট করে। তাছাড়া এই লম্পট ডাক্তার দীর্ঘদিন ধরে কু-প্রস্তাব দিলেও আমি রাজি না হওয়ায় গত ২১ ফেব্রæয়ারী বুধবার দুপুরে আমাদের ছাগল বাড়িতে বেধে রাখে। খোঁজাখুজির এক পর্যয়ে আমার কন্যা রেশমা খাতুন সাথী তাদের বাড়িতে গেলে মাজেদ ডাক্তার তাকে মারপিট করে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা আমার মেয়েকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আমি ঐদিন বাদী হয়ে দেবহাটা থানায় একটি অভিযোগ দায়ের করি। এঘটনাকে ভিন্ন খাতে নিতে ডাক্তার মাজেদ আমাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে মিথ্যা বক্তব্য উপস্থাপন করেছে। এমনকি আমার মেয়েকে নিয়েও মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। এব্যাপারে আমি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমানের কাছে বিচারের জন্য গেলে তিনি আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে তাড়িয়ে দিয়েছেন। এব্যাপারে আমি লম্পট ডাক্তার আব্দুল মাজেদের বিরুদ্ধে যথাযথ ব্যাবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। #