তালায় ৩৯তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু

0
454

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি, খুলনাটাইমস:
“মেধাই সম্পদ,বিজ্ঞান ও প্রযুক্তিই ভবিষ্যৎ” ¯েøাগানকে সামনে রেখে সাতক্ষীরা তালায় তিনদিন ব্যাপী ৩৯তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান অলিম্পিয়াড শুরু হয়েছে।
সোমবার (২৬ ফেব্রæয়ারি ) সকালে তালা সরকারি কলেজের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ফরিদ হোসেনের সভাপতিত্বে ৩৯তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়।
মেলা পরিদর্শন করেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, সাতক্ষীরা জেলা আ’লীগের উপ-প্রচার সম্পাদক ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আতিয়ার রহমান, একাডেমি সুপার ভাইজার প্রভাস কুমার দাশ, শিক্ষক হাফিজুল ইসলাম প্রমুখ।
তালা সরকারি কলেজ, তালা মহিলা কলেজ, তালা মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়, পাটকেলঘাটা হারুনারশিদ কলেজ, তালা বি,দে সরকারি উচ্চ বিদ্যালয়,জাগরণী মাধ্যমিক বিদ্যালয়, সমকাল মাধ্যমিক বিদ্যালয়, পাটকেলঘাটা পাইলট হাইস্কুল, কুমিরা গার্লস স্কুলসহ ২২টি শিক্ষা প্রতিষ্ঠান এ মেলায় অংশগ্রহন করছে। #